১
( দরজায় বেল বাজবে।দরজা খুলবেন বাড়ির গিন্নি।ভেতরের রুম থেকে বাড়ির কর্তা বের হয়ে আসবেন)
মা: কে??????
আশা: মা,আমি ।
মা: কিরে আসতে এত দেরী???????
আশা:আর বলোনা।ফেরি ঘাট এর জ্যম।
বাবা:কেমন আছিস???
আশা:ভালো বাবা।
বাবা:যা।হাত-মুখ ধুয়ে আয়।এই ওর খাবার রেডি কর।
২
( হুজুর এর ডেরা।পেটমোটা হুজুর বসে আছে।দুজন খাদেম তাকে বাতাস করছে।প্রবেশ করবে হুজুর এর প্রিয় চামচা।চামচা এসেই হুজুর এর পায়ে চুমা দে্য়া শুরু করবে)
হুজুর:তোর এই ভক্তির জন্যই তোকে আমি এতো পছন্দ করি।তা এত দেরি করলি ক্যা?
কলিম:আর বলবেন না হুজুর,বৌ বাতিক ধরছিলো ক্যাইল মেলা্য় যাইবো।দিয়া আইলাম দুইডা।
হুজুর:এই যুগের মেয়েলোকের এই সব নষ্টামি আর বেলেল্লাপনার জন্যই ইসলাম এর আজ এই অবস্থা।
কলিম:তা হুজুর ঠিক ই কইছেন।কিন্তু সব দোষ কি মেয়েলোকের?
হুজুর:অবশ্যই।শোন তেতুল জিবের সামনে ধরলে জিব দিয়া পানি আসবই।এটা জিব এর দোষ না।তেতুল এর দোষ।তারমানে-
কলিম; বুঝছি হুজুর।আর কইতে হইব না।
হুজুর:বিশেষ কইরা মেলা গুলিত মেয়ে গুলিরে দেখলে থাব্রাইতে মনে চায়।যেমন ধর বৈশাখী মেলা।আরে মুসলমানের বাচ্চা হইয়া মালাউনের ঢোলের শব্দে এত লাফালাফির কি আছে?
কলিম:এগুলি থামানো লাগবো।হুজুর-
হুজুর: ক
কলিম:নেতার লাইগ্যা মোনডা পুরে...জেলে সে কি কষ্টেই না আছে!আর নাফরমান বাংগালীরা তার লাইগ্যা দোয়া না কইরা মালাউনের ঢোলের সাথে ফালাফালি করে।আমি কিছু বুঝিনা হুজুর।এগুলি থামাইতেই হৈবো।
হুজুর: শোন।
(হুজুর কলিম এর সাথে কানেকানে কথা বলবে,সব শুনে একটু হেসে চলে যেতে থাকবে কলিম।পিছন থেকে তাকে আবার ডাক দিবে হুজুর)
হুজুর:অপারেশনের সময় অবশ্যই বোরখা পরে যাবি।
৩
(ড্রইং রুমে বসে আছে আশা ও তার মা,বাবা।)
আশা:বাবা,মা কাল কিন্তু মেলা্য় আমরা একসাথে যাবো।
বাবা:মেয়ের কথা শুনো।এখন কি আর মেলায় যাওয়ার বয়স আমাদের আছে?
মা:তুই একা গিয়েই ঘুরে আয়।
আশা:না মা।আমরা তিনজন ই যাবো।
বাবা;আচ্ছা কাল তো আসুক।দেখা যাবে।
৪
(মেলা চলছে।লোকারন্য সবখানে।আশা তার মা বাবার সাথে বের হয়।,অন্যদিক থেকে বোরখা পরা কলিম এর প্রবেশ।স্টেজ এর একপাশে কিছু রেখে চলে যায়,হঠাত বোমার শব্দ।স্টেজ অন্ধকার হয়ে যাবে।কিছুক্ষন পর স্টেজ আলোকিত হবে।সবাই মৃত)
নেপথ্যে:কি দোষ করেছিলো এই মানুষ গুলি?বাংগালী হয়ে বাংগালীর অনুষ্ঠান পালন করাই কি তাদের অপরাধ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





