পুরুষের প্রধান রূপচর্চা হচ্ছে শেভিং । কিন্তু এটাও অনেকে ঠিকমত করেন না । আজ শেভিং নিয়ে কিছু টিপস দিলাম.........কাজে লাগলেও লাগতে পারে............
*শেভ করার আগে ফেস ওয়াশ দিয়ে মুখ হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন । এতে মুখের রোমকূপ খুলে যাবে এবং শেভিং জেল বা ফোম রোমকূপে ঢুকতে পারবে ।
*এবার মুখে কোন ভালো কোম্পানির জীবাণুনাশক ক্রিম লাগিয়ে নিন ।
*মুখে শেভিং জেল বা ফোম লাগিয়ে ৪-৫ মিনিট অপেক্ষা করুন । এতে দাড়ি নরম হবে ।
* এবার ভালো কোন রেজর দিয়ে শেভ শুরু করুন । নতুন রেজর ব্যবহার করাটাই ভালো । মালটি ব্লেড এর রেজর হলে ভালো শেভ হয়। পুরনো, ব্লেড এ জং ধরা রেজর ব্যবহার না করাই ভালো । কারণ এতে রোগ হতে পারে ।
* শেভ করার সময় রেজর খুব জোরে টানবেন না । এমনভাবে শেভ করবেন যেন মুখের ত্বকের সাথে ব্লেডের ঘর্ষণ খুব বেশী না হয় ।
* শেভ করবেন ত্বকের উপর দিক থেকে নিচের দিকে রেজর টানার মাধ্যমে । অনেকের উল্টো দিকে রেজর টানার অভ্যাস আছে । এটা খুবই খারাপ অভ্যাস । এতে আপনার মুখের রোমকূপ ফুলে যেতে পারে ।
* যাদের ত্বক খুব সংবেদনশীল তাদের একবার শেভ করাই ভালো ।
* শেভিং শেষে মুখ আবার হাল্কা গরম পানি দিয়ে ধুয়ে নিন ।
* এবার মুখে আফটার শেভ লোশন বা ক্রিম লাগান ।
* যাদের ত্বক তৈলাক্ত তারা ওয়াটার বেজ প্রোডাক্ট ব্যবহার করবেন ।
* এরপর মুখে হালকা করে ময়েসচারাইজার ব্যবহার করুন । কারণ শেভ করার সময় আপনার ত্বক আদ্রতা হারায় ।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




