আমার কাছে লাশ আছে, শিশু, বয়োবৃদ্ধ যুবতি নারীর
কিশোর-কিশোরী'র বিভিন্ন বয়সীর লাশ,
যেমনটা চাও তুমি,
বলো তোমরা কেউ লাশ নিবে?
বোমায় ছিন্নভিন্ন লাশ, রাজনিতির নামে নৃশংস হত্যার লাশ,
গণতন্ত্রের জন্য আসাদের রক্ত-মাখা লাশ,
স্বাধীনতার দাবিতে ফাঁসির মঞ্চে নীলকণ্ঠ লাশ,
ধর্ষিতা যুবতির লাশ,
আগুনে পুড়ে যাওয়া ঝলসানো লাশ,
সত্য আর মিথ্যার লাশ।
বলো কতো লাশ চাই তোমার,
আর কতো লাশ!!
চারিদিকে আজ লাশের উৎসব,
লাশের মিছিল সর্বত্র।
তারপরেও তুমি বলছো শান্তি চাই, মুক্তি চাই,
মানবতা চাই, বাক স্বাধীনতা চাই,
গণতন্ত্র চাই, নারীর অধিকার চাই,
প্রেমিকের ঠোঁটে চুমু চাই,
অহ কম সাহস তো নয়! এত বড়ো স্পর্ধা!
এই মৃত্যু নগরীতে দাঁড়িয়ে বলিষ্ঠ কণ্ঠে তুমি
গাইছ জীবনমুখী গান!!
বলো কে, কে, কে তুমি?
এক্ষনি তোমাকে বন্দি করে হত্যা করা হবে,
না তোমাকে হত্যা করা যাবে না!
তুমি একটা শস্যবীজ;
তোমাকে হত্যা করলে কবরে শশ্মানের
ঘুম ভেঙ্গে যাবে,
তোমাকে বরং ঘুম পাড়িয়ে দেই,
ঘুমপাড়ানির দেশে।
১২-১২-২০১৯ খ্রিস্টাব্দ
২৭ অগ্রহায়ন, ১৪২৬ বঙ্গাব্দ
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



