দৃশ্যটা একবার ভাবুনতো হারানো পিতার লাশের জন্য অপেক্ষা করছে সন্তান।অথচ এই পিতার সাথেই সকালে কথা হয়েছে তার।সে জানেনা কোন গণকবরে অযতনে পড়ে আছে আব্বুর লাশ।"আমার আব্বু"-লাইনটি যে কতটা আত্মার অন্তস্থলে লুকিয়ে থাকে সেটা কোন ভাষার সাধ্য যে বর্ণনা করে।সেই আব্বুকেই যখন লাশ হয়ে ফিরতে হয়,সন্তানকে বহন করতে হয় জন্মদাতার লাশ..........।হে সন্তান সত্যি আমি ক্ষমাপ্রার্থী।ধিক সেইসব নরপশুদের।
আরেকটা দৃশ্য ভাবুনতো স্ত্রী বিদায় দিচ্ছে স্বামীকে।চারিদিকে অস্বাভাবিক পরিস্থিতি।স্বামীকে ফিরতে হচ্ছে কমর্স্থলে।করতে হবে রিপোর্ট।দল বেঁধে সবাই যাচ্ছে ক্যাম্পে।স্ত্রী জানেনা কি হবে স্বামীর পরিণতি।অজানা আশঙ্কা দানা বাঁধে বুকে ....গোপন ট্রাইবুনাল আবারো কি রক্তের খেলা।বুকের ভেতর দলা পাকিয়ে ওঠে অব্যক্ত এক ব্যথা।হে সৈনিকের স্ত্রী আমায় ক্ষমা করুন।এমন দৃশ্য আমরা কেউ চাইনি।
আমি লীগ চিনিনা,বিএনপি চিনিনা,বুঝিনা আর্মি আর বিডিআর ভেদ,বুঝতে চাইনা কে ব্লাডি সিভিলিয়ান আর কে আর্মি।
স্বান্তনা,সহানুভূতি,ক্ষতিপূরণ............সব সব ম্লান তাদের নোনা অশ্রুর কাছে।এত অশ্রু আর রক্ত কেন ঝরবে বুকের মধ্যে গুমরে ওঠে এই প্রশ্ন।
আমার চোখে শুধু অবিরত ভাসে সেইসব মুখ,নির্বাক চাহনি।
তোমরা আমায় ক্ষমা করো......................।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০০৯ দুপুর ২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




