নম্বর নিয়ে তো ঘাপলা অনেক হল। কিন্তু সুন্দরীকে কি পেলাম?তার আগে ঘুরে আসা যাক চার বছর আগের কিছু FLASHBACK....
হৃদয়ে তখন পুরোপুরি সুন্দরীর রাজত্ব।এরই মধ্যে কোথা থেকে উড়ে আসল আমারই এক কাজিন।হায় হায় একি শুনি,গাধাটাও নাকি সুন্দরীকে দেখে কাত।আর এক বনে দুই সিংহ থাকার মতই শুরু হল যুদ্ধ।দুইজনেরই সীমান্তে তীব্র উত্তেজনা।আমি দখল করলাম সুন্দরীর কাজিনকে আর শত্রুপক্ষ করল ছোট ভাইকে।কয়েকবার দ্বিপক্ষীয় মিটিং ও হল।কিন্তু দু পক্ষই অনঢ়।আবার আমরা কেউ সুন্দরীকে PROPOSE করারও সাহস পাচ্ছিনা।সুন্দরীর সামনে দুই জনই নরমাল থাকার আপ্রাণ চেষ্টা......।
যাই হোক তখন আমরা ক্রিকেট খেলতাম বিকেলে।তো একদিন দেখি বিকেলে...PRINCESS IS ON THE ROOF. ব্যস্,বেজে উঠল যুদ্ধের দামামা।10 ওভার করে খেলা হত তখন।উত্তেজনার আতিশয্যে নিজেই নামলাম ব্যাট হাতে এবং প্রথম বলেই শত্রুপক্ষের ইনসুইঙ্গারে স্ট্যাম্প ছত্রখান(অবশ্য শত্রু সেনাপতির বলে নয়)।অবধারিতভাবেই ম্যাচটা হারলাম।নাক কান দিয়ে তখন ধোঁয়া বের হচ্ছে সমানে।
শুরু হল দ্বিতীয় ম্যাচ।শত্রুপক্ষ ভালই স্কোর দিল।ব্যাপারটা তখন রীতিমত প্রেস্টিজ ইস্যু।প্রথম বলটা গেল কিছু বোঝার আগেই।সেকেন্ড বলটাও ঠেকালাম।আমি তখনউইকেটে টিকে থাকার জন্য আকুল।দুইটা ওভার মেডেন খেয়ে ফেললাম।আস্কিং রেট তরতর করে বাড়ছে।আমার চেষ্টা একটাই আউট যেন না হই।আড়চখে দেখি সুন্দরী ছাদে ঘুরছে।উইকেট গেল কয়েকটা।আমি তখনও ধ্যানী গাভাস্কার।
শুরু হল শেষ ওভার।দরকার 19 রান।সমানে তখন পোলাপানের গালি খাচ্ছি।প্রথম বলটাকে দিলাম লেগে গ্ল্যান্স করে।চোরাই চার যাকে বলে।পরের বল...হাফ ভলি,দিলাম BOWLERS BACKDRIVE,চার।বুকের ভেতর তখন দামামা বাজছে।ছাদে তাকাচ্ছিনা পাছে নার্ভাস হই।তিন নম্বরটা ছিল SLOWER..অফে ঠেলেই দুই।মাঠে তুমুল উত্তেজনা।আমি তখন বলটাকে রীতিমত ফুটবল দেখছি।এর পরের বল। অফের অনেক বাইরের...তাড়া করে হাকালাম।শুধু একটাই ড্রপ খেল...তারপর আছড়ে পড়ল ওয়ালে (বাউন্ডারী ছিল ওয়াল)।
চার নম্বর বল....সাঁ করে চলে গেল,কিছুই বুঝিনাই।
পাচ নম্বর বল...দুর্দান্ত ইনসুইং..lbw এর আবেদন কিন্তু নাকচ।(আম্পায়ার আমার দল)
শেষ বল...মাঠে তখন উত্তেনার পারদ তুঙ্গে।পেলাম একটা জুসি ফুলটস।সপাটে হাকালাম....কোন বিল্ডিং এ যে গেল আল্লাহই জানে, জীবনে বল হারিয়ে এই প্রথম এত খুশী হলাম।
বীরদর্পে ব্যাট নামিয়ে তাকালাম ছাদে.........হায় হায় সুন্দরী দেখি নাই।
পুরো ছাদটাই ফাঁকা।ব্যর্থ মনোরথে ঘাড় ঘুরাতেই দেখি সুন্দরী গেট থেকে ভাইকে ডাকছে।আর তার চোখেমুখে অদ্ভুত সুন্দর হাসি।আপনারাই বলুন এ হাসিকে কি না ভালবেসে পারা যায়?.....
পুনশ্চঃ মেয়েরা আসলেই ক্রিকেট ভাল বোঝে।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০০৯ রাত ১২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




