সে আমার কাছে পরিচিত নয়, তার নামও কখনো শুনিনি এবং তাকে কখনো দেখিনি। গত কাল ১৭ই মার্চ ২০১২ ঠিক দুপুর ৩টায় আমি আমার চেম্বারে বসে প্রথম শুনলাম, "কবিতা" নামটা। নামটা অনেক সুন্দর, নামের সাথে মিল রেখে তার সব কিছুও অনেক সুন্দর হবে তা আমি বিশ্বাস করি, কারন তার বন্ধু ও সহপাঠিদের চোখের পানি আমাকে তাই বলে।
সদ্য মাত্র স্কুল পাশ করে যশোর ক্যান্টোনমেন্ট কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী কবিতা। অনেক গুলো রঙ্গিন স্বপ্ন তাকে সব সময় ঘিরে রাখতো, সবাই বলতে পারেন আপনি কিভাবে জানেন? আমি বলবো আমিও এই বয়সটা পার করে এসেছি এই কিছু দিন আগে, যার ফলে উচ্ছাসটা আমার খুবই জানা।
গত কাল ঠিক দুপুর ১টায় সে গলায় ওড়না পেচিঁয়ে দিয়ে আত্মহত্যা করেছে, আমাদের ছেড়ে চলে গেছে "কবিতা যার পুরো নাম ইন্দ্রাণী বসু কেয়া[। কবিতার বাড়ি যশোরের মনিরামপুর থানার চিনেতোলা বাজার সংলগ্ন পাটভিলা গ্রামে। তার বাবা একটি স্থানীয় প্রাইমারি স্কুলের শিক্ষক। নামটা ঠিক জানা গেলো না।
আচ্ছা কেন কবিতারা এই ভাবে নিরবে নিভৃতে চলে যাই, কেন তারা পৃথিবী কে বলে যাই না তার সকল ঘৃণার কথা গুলো, কেন? কেন? কেন?
গতকাল স্থানীয় পাটভিলা শশ্মানে তার শবদাহ করা হয়, কিন্তু আজ কোন মিডিয়ায় তার মৃত্যুর ঘটনাকে নিয়ে কোন রিপোর্ট না করাতে আমি খুবই অবাক না হয়ে পারলাম না, শুধু তাই নয় স্থানীয় থানায় কোন মামলাও হলো না তার এই অস্বাভাবিক মৃত্যকে নিয়ে, হায়রে পৃথিবী!!!!!!!!
কবিতার বাবাও সামাজিক লজ্জাকে ভয় করে এই মৃত্যুকে স্বাভাবিক বলে চালিয়ে দিচ্ছেন। কিন্তু তিনি কি জানেন তার এক মেয়ে কবিতার মৃত্যূকে ঢেকে রেখে তিনি আরো অনেক কবিতার মৃত্যুর পথকে সুগম করে দিচ্ছেন????????
তিনি না বললেও আমি যা জানি ও শুনেছি তা আজ সবাইকে জানাতে চাই এবং এই মৃত্যুর যথার্থ তদন্ত দবি করি।
তরুণ, হ্যা তরুন বসু সাথে কবিতার ছিলো অনেক গভীর প্রেম, তরুণ বসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির ফিনেন্স ডিপার্টমেন্টের ৩য় বা ২য় বর্ষের ছাত্র, তার বাড়ি হলো কেশবপুর থানার পাজিয়অ গ্রামে এলাকার পাটভিলায়, তার সাথে সম্পর্কের জের ধরেই অনেকে ধারনা করছে এই মৃত্যু।
আমি কোন তদন্ত সংস্থার লোক নই, আমি এই ঘটনা কোন ভাবে সরাসরি জানি না, শুধু এতটুকু জানি "কবিতা" আমাদের ছেড়ে চলে গেছে, সে আর কখনো আমাদের মাঝে ফিরে আসবে না। আর কেনই বা তার এই অকাল মৃত্যু তা নিয়ে আমাদের কারে কোন মাথা ব্যথা নেই।
না এভাবে হতে দেয়া যায় না, আসুন কবিতার মৃত্যুর ব্যপারে যথার্থ তদন্ত ও দোষীদের শাস্তিুর ব্যাপারে পদক্ষেপ নেয়ার জন্য আমরা যে যার অবস্থান থেকে আহ্ববান জানাই ও সহায়তা করি।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১২ রাত ১০:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





