একটু আগে বাসে উঠে দেখি, এক জোড়া পিচ্চি চালকের আসনের পাশে বসে আছে, আর উঠার পর পিট পিট করে আমার দিকে তাকাচ্ছে। বাসের মধ্যকার ভিড়ের সব যন্ত্রনা উপক্ষে করে দৃষ্টি কেন যেন বার বার ঐ পিচ্ছ জোড়ার দিকে চলে যাচ্ছিলো:
কয়েকটা ষ্টপিস পর বাস মোটামুটি খালি...............
হঠাৎ পিছন থেকে ঝরঝরে গলায় আওয়াজ:”বসেন না, সিট খালিতো........”
পিছনে তাকিয়ে দেখি সেই পিচ্ছি জোড়ার এক পিচ্চি এক গাল হেসে আমাকে বসতে বলছে।
পিচ্চি: কোথায় নামবেন?
আমি: ১৫তে...
পিচ্চি: আমি ও, তাহলেতো এক সাথেই.......
আমি: হুম... তাইতে মনে হচ্ছে....
আমি: কি করো তুমি?
পিচ্চি: (মিষ্টি হেসে) আমি প্রিয়াংকা মার্কেটে পিচ্চি গিরি করি। আমার দোকানের নাম হচ্ছে প্রিয়াংকা ষ্টোর।
আমি: তোমার নাম কিরে পিচ্চি?
পিচ্চি: আমার নাম নাজিম...
আমি: তোমার বাবা কোথায় থাকে? তারা কি করে?
পিচ্চি: আমার বাবা মা দুই জনেই মারা গেছে। থাকি খালার সাথে.....। (এক নিশ্বাসে) খালা বাড়ি চলে গেছে, বাড়িতে একটু সমস্যা হয়ছে তাই।
আমি: তাই?
পিচ্চি: হ্যা, খালা আগে চলে গেছে, আর আমি পড়ে যাবো।
কখা বলতে বলতেই হাতটা আপনা আপনি পিচ্চির মাথাই চলে গেলো, তার মাথাই অবশ্য চুল নাই, আর তার ভিতরে কষ্টটাকে অনুভব হতে লাগলো আমার মধ্যে।
এইতো সেই পিচ্চি, যে সাড়াটা দিন পিচ্চিগিড়ি করে বাসাই ফিরছে, কিন্তু চেহাড়াই ক্লান্তির কেন ছাপই নেই, তার মাঝে নেই কোন হীনমন্যতা, আছে মুখে এক অকৃত্তিম হাসি, আর হৃদয় ভরা আন্তরিকতা..............
বাস চলে আসলো, আমাদের গন্তব্যে, নামলাম পিচ্চি জোড়া আর আমি, তার চলে গেলো একদিকে আর আমার পথ অন্য দিকে। কিন্তু কেন জানি পিচ্চির জন্য এক অপার ভালোবাসা হৃদয়কে কাদিঁয়ে দিয়ে যাচ্ছে।।।।।।।।।।
আমাদের সমাজের যে সব ”রোষ্টরা” সারাদিন গায়ে হাওয়া লাগিয়ে বড় হচ্ছে, যাদের একমাত্র কাজই হচ্ছে ফেসবুকিং, বয়ফ্রেন্ড/গার্লফ্রেন্ডদের সাথে সময় কাটানো।
যাদের যোগ্যতার মাপকাঠি শুধু মাত্র পরীক্ষার কয়েকখান সার্টিফিকেট, তাদের দিয়ে সর্বোচ্চে ভালো কোন এসি ওয়ালা আফিসে চাকুরি করা সম্ভব হবে, কিন্তু নেতৃত্ব দেয়া তাদের জন্য অসম্ভব।
নেতৃত্ব হচ্ছে সেই সব পিচ্চিদের জন্য, যাদের কাছে জীবন সংগ্রামের প্রতিটা আলি-গলি অত্যন্ত সুপরিচিত।
তাই তো যুগে যুগে পৃথিবীর সর্বকালের সব নেতৃত্ব এই সব পিচ্ছিরাই দিয়ে আসছে।
কারণ মহান স্রষ্টা কারে প্রতি অবিচার করেন না কখনোই....................
হে পিচ্চি তোমাই সালাম, সালাম তোমাদের আগামি দিনের নেতৃত্বকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





