২০ আগষ্ট ২০০৭ ঢাকা িবশ্ববিদ্যালয়ে খেলার মাঠে ছাত্র নির্যাতেনর প্রতিবাদে ছাত্র বিেক্ষাভ ঘুেনধরা ছাত্রঅান্দোলনে নতুন দিগন্ত। জরুরী অবস্থা প্রধান নিয়ামক শক্তির বিরুদ্ধে এ বিক্ষোভ বাংলাদেশের রাজনীিতর ভবিষৎ নির্ধারন করে দেয়। নির্বাচিত সরকারের বিকল্প অন্য কিছু এ দেশের ছাত্র-জনতা মেনে নিবেনা সে বার্তািট সমর নায়কদের কাছে যায়।
কেন এ বিক্ষোভ?
কারা এর উদ্যোক্ত? কারা অর্থ যোগান দিেয়েছ এ নিয়ে অালোচনা প্রয়োজন অােছ।
বন্যায় ত্রান কার্যক্রেমর সময় ১/১১ পরবির্তেত ছাত্রনেতার প্রথম প্রকাশে অােস এবং ত্রান কার্যক্রেম বিভিন্ন ধরেনের সরকারী হস্ত ক্ষেপে িবরক্ত হতে থােক। ত্রান কার্যক্রেমর পরিচালনার জন্য ছাত্রঅান্দোলেনর সংগঠকর ক্যাম্পােসই অবস্থান করত। পাশাপাশি প্রধান প্রধান রাজনৈিতকদের ভাগ্য নিেয় ছাত্রসমাজে উৎকন্ঠা ছিল। অনিশ্চয়তা, জরুরী বিধিমালার নামে মতামত প্রকাশে বাধা ছাত্রসমাজেক একটি সর্বাত্বক প্রতিবাদের পটভূমি তৈরী প্রস্তুত করে রেখেিছল।
তাই খেলার মাঠে িনর্যাতেনর অল্প সময়ের মধ্যে ঢাকা িবশ্ববিদ্যালয়ের ছাত্ররা জরুরী অবস্থার মধ্যে প্রতিবাদ মিছিল শুরু হয় যা পরবর্তিতে সিহংস ছাত্রবিক্ষোভে পরিনত হয়।
যে ঘটনা সবার মেন অাছে।
ছাত্র বিক্ষোভে ভীত সমর নায়করা তাই ছাত্রনেতা, ছাত্র-শিক্ষকদের উপর অমানিষক িনর্যাতন চালায় । নির্যাতেনর হোতােদর খুেজ বের করার সংসদীয় উৎযোগ সময় উপযোগী িসদ্ধান্ত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





