ঘড়িতে যখন বাজে ঠিক বারটা,
উদাসী উদাসী লাগে এই মনটা।
শিহরণ জাগে মনে দক্ষিণা বাতাসে,
দিশেহারা হই যেন স্মৃতির পরশে।
রিনিঝিনি চুড়ি বাজে আমার কানে,
সে যেন দেখা দিল আমার সনে।
কাছে পেয়ে তাকে মোর অপরূপ সাজে,
মন মাঝে কি এক চেনা সুর বাজে।
কত কথা,কত মজা,হল তার সনে,
শত শত আশার বীজ উপ্ত হল মনে।
ছোট ছোট হাসি ব্যাথা হল বিনিময়,
অপলক চাহুনিতে নেই সংশয়।
ঘোর ভেঙ্গে দেখি তবে সে কাছে নেই,
কাছে এসে চলে গেছে বহুদূর সেই।
পাব কিনা ফিরে তারে এ জীবনে আর?
শত-সহস্র ঘোরের হল সংহার।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




