আমার এ দেশটারে কত ভালবাসি,
চারপাশে ছড়াল সে সবুজের হাসি।
ষড়ঋতু নানা সাজে আমাদের দেশে,
পরশ বুলিয়ে যায় রঙ্গীণ আবেশে।
অসংখ্য নদনদী এ দেশের বুকে,
দিয়েছে এক অপরূপ নঁকশা এঁকে।
গিরি তার মনব্যাথা সুকরুন সুরে,
জানিয়ে দেয় সবাইকে ঝরণা ঝরে।
ভোর বেলা সূর্যিমামা জেগে উঠে যবে,
পাখিদের কুহুতান শোনা যায় তবে।
দিন গিয়ে রাত্রি তবে এলে অবশেষে,
চন্দ্রিমা গল্প শোনায় যেন হেসে হেসে।
বিশ্ব জুড়ে এই দেশ একটাই ভাই,
এদেশের প্রকৃতির তুলনা যে নাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




