সুবিশাল এক গাড়ী,
সেই গাড়ীটির যাত্রীরা মিলে বহুদুর দিবে পাড়ী।
প্রচন্ড বেগ নিয়ে,
চলে তবে যায় গাড়ী,চলে যায় গাড়ী নির্ভয়ে।
বুক ভরা প্রত্যয়,
হবেই হবে,একদিন হবে সত্যের বিজয়।
নেই কোন বিরতি,
সম্মুখপানে জ্বলছে যেথায় আশার প্রদীপ বাতি।
একটাই লক্ষ্য,
ভেঙ্গে চুরমার করে দিতে হবে বাতিলের বক্ষ।
চলে যাবে সংগ্রাম,
যে পথে তাদের দু;খ ভরা ব্যাথা রয়ে যাবে অবিরাম।
নেই তবু সংশয়,
যাবে নাকো দেয়া শত সহস্র মিথ্যার প্রশ্রয়।
মরণ যদি আসে,
চলে যাবে তবু,থামবে না কভু,ভয়াল মরণ ত্রাসে।
মানে না কভু বাঁধা,
দূর করে দিবে রাজপথ হতে কালোমেঘ সম কাঁদা।
আসবে সেই দিন,
এ মাটির বুকে প্রতিষ্ঠা হবে সত্যেরই দ্বীন।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




