পৃথিবীতে আছে এক অদ্ভূত প্রাণী,
ভেতরে তার আছে কি কেউ কি জানি?
সকালের রূপ তার বিকালে থাকেনা,
অতি কাছে গিয়েও তাকে চেনা যায় না।
গঠনে একই রূপ হলেও তারা,
রয়েছে তফাৎ যেন চাঁদ সেতারা।
যেই হাতে করে সে যুদ্ধ দমন,
সেই হাতেই হয়ে থাকে বোমা বিষ্ফোরণ।
সেই প্রাণী কে? তোমরা জান কি ভাই?
সর্বশ্রেষ্ঠ মানুষ,তার তুলনা যে নাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




