ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছুতু
তিনি দিব্যলোকে গমন করুন।
আমাদের আড্ডায় এক দাদা আসেন। ষাটের উপরে বয়স, বেশ ধনবান মানুষ- দামী সিগারেট টানেন-তার অসুস্থ গিন্নীকে নিয়েও মাঝে মধ্যে এ রাস্তায় নিরিবিলিতে ঘুরে বেড়ান কথাও বসে গল্প করেন। কট্টর আওয়ামী সাপোর্টার সাথে গোঁড়া ধার্মিক। বাড়ি একসময় বিক্রমপুরে ছিল, ভাঙ্গনের পরে চলে গেছেন ভারতের বর্ডারের কাছে। তাদের বাড়ি ঘেঁষে নদী। সেই নদীর ভাঙ্গনে নিজেদের জমি কখনো ভারতের সীমানায় পড়ে কখনো বাংলাদেশের সীমানায় আসে। আগে কম আসতেন আড্ডায়-ইদানিং ঘন ঘন আসেন, তবে অল্পক্ষন বসেন।
দেশে যে ভয়ানক ইসলামী মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠছে আর হিন্দুদের কচুকাটা করে এদেশ ছাড়া করছে এরসব গা হিম করা আজগুবী গজব বর্ণনা দেন। কিন্তু কেউ কোন প্রতিবাদ করে না। তবে দু'য়েকজন ফোড়ন কাটে।
~দাদার তো ওদেশের পাসপোর্ট আধার কার্ড আছে না কি?
দাদা এসব কথায় মাইন্ড খায় না। হেসে বলে, 'আরে না কি যে বলেন না আপনারা দাদা!'
'এই সরকার কিভাবে ভারতবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে আর হিন্দুদের উপরে নির্মম নির্যাতন চালাচ্ছে এই নিয়ে তাই নিতে তার রোমহর্ষক বর্ণনা শুনে শুনে সবার গায়ের লোম পড়ে যাবার যোগাড়! এখন নাকি হিন্দু ৭% থেকে কমে ৩% মানে মাত্র দেড় কোটিতে এসে নেমেছে।'
আমি মিনমিনিয়ে বললাম তার মানে, 'বাংলাদেশের লোকসংখ্যা, এর মধ্য ৫০ কোটি হয়ে গেছে দাদা!!'
দাদা একটু লজ্জা পেয়ে বলল, 'না দেড় কোটি ভুল বলেছি পঞ্চাশ লাখ হবে বোধ করি।'
কাল রাতে এসে তিনি এহলান করলেন,'ইউনুস সরকারের আয়ু আর দুই মাস। তার পর সব বেড়াছেড়া হয়ে যাবে। গ্যারান্টি!'
~ গতকাল এক হিন্দু সমন্বয়ক মারা যাওয়ায় আমি 'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন' পড়েছি। বলেই হেসে ফেললেন।
পাশ থেকে আড্ডার জুনিয়র এক সভ্য বেশ মন খারাপের কন্ঠে বলল, ~'ভাল করেছেন। আহারে ছেলেটা মারা গেল -আর আপনি হিন্দু হয়ে ইন্না লিল্লাহ পড়েছেন...'
দাদা তার মুখের কথা কেড়ে নিয়েই বললেন,~ সালমানরে ( সালমান এফ। রহমান) যেই শালা্র এডভোকেট ডিম মারছিল, জুতা ছুড়ছিল সেও পরের দিন এক্সিডেন্টে মারা যাবার পরে আমি 'ইন্নালিল্লাহ' বলেছিলাম- সেই চুদির ভাইও হিন্দু ছিল। আমি' ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছুতু' বলি নাই।
আড্ডার সবাই 'থ' হয়ে গেল! 'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন' ( আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, নিশ্চয়ই তার কাছে ফিরে যেতে হবে)~ এটা কত ঘৃনিত একটা বাক্য তাদের কাছে। একটা মুসুলিম প্রধান দেশে মুসলিম বেষ্ঠিত আড্ডায় বসে একমাত্র হিন্দু একজন ব্যক্তি কি দম্ভ সহকারে ধর্ম বিদ্বেষ ছড়াচ্ছে অথচ তা নিয়ে কারো মধ্যেই কোন উষ্মা নেই রাগ নেই বিরূপতা নেই। ভাবা যায়?
(*ভারতে কোথায় বসে কোন মুসলমান কি বললে কি হইত এই নিয়ে আমার আলোচনা করার কোন খায়েস নেই। যার যার দেশের ব্যাপার তারা বুঝবে।)
এই আমাদের বাংলাদেশ। যারা ধর্মের নামে আমাদের বিভক্ত করার চেষ্টা করে, আমাদের মধ্যে বিষবাষ্প ছড়ায়- হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধিয়ে যারা ব্যাক্তি, দল বা দেশ বিশেষের স্বার্থ হাসিলের পায়তারা করে তাদের প্রতি অসীম ঘৃণা।
***
ভারতের মিডিয়া কিভাবে মিথ্যে রটনা ছড়িয়ে আমাদের দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ও সারা বিশ্বের কাছে কিভাবে আমাদের ভাবমুর্তি নষ্ট করার চেষ্টা করছে সেটা এই ভারতীয়র মুখেই না হয় শুনুন;
REAL OR FAKE - Viral Clips Of Hindus Being Wiped Out In Bangladesh?
****
বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের জান মালের নিরাপত্তা ও বাংলাদেশে ইসলামী জঙ্গী ও মৌলবাদীদের উত্থান নিয়ে চরম উদ্বিগ্ন ভারতীয় পেইড মিডিয়ার কিছু কাল্পনিক উস্কানিমূলক ছবি শেয়ার করছি যার সাথে আমাদের ওপার বাংলার কিছু ব্লগারও যুক্ত আছেন। এদের সাথে তাল মিলিয়ে যাচ্ছে আরো কিছু ঘাপটি মেরে থাকা ব্লগার, এদের চিনে রাখুন। ব্লগের মডারেটরেরও এদের দিকে সতর্ক দৃষ্টি রাখার জন্য অনুরোধ করছি।
***
***
***
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৪১