চার্জ নেই ফোনে মেজাজ বড়ই খারাপ
প্রেমিকা হয়তো ভাবছে শুধুই, হচ্ছে না কেন আলাপ।
ফোন দোকানে ঢুকলাম গিয়ে, একটু চার্জ চাই ভাই
গার্ল ফ্রেন্ড তো যাবেই রেগে উপায় যে আর নাই।
সুযোগ দিল, কাজেও দিল, দিলাম ফোনে দম
না হয় হলই একটু খানি, সে তো নয় আর কম।
আশ্বাস মনে ভীরু তবু দিয়েই দিলাম ফোন
ধরল না ফোন দু দশ বারে খারাপ খুবই মন।
পনের বারে নিরাশ করেনি, রিসিভ হল কল
রাগিস না বউ এবার হেসে একটু কথা বল।
শুনে কথা একা একা জুড়াই মনের ব্যথা
কপাল খারাপ গার্ল ফ্রেন্ড যে শুনছে না কোন কথা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





