ফিলিস্তিনের সংগ্রামী দল ইসলামী জিহাদের সামরিক শাখা আলকুদস ব্রিগেডের মুখপাত্র আবু আহমদ বলেছেন, গাজায় স্থল হামলা চালানোর সাহস ইসরাইলের নেই এবং গত শুক্রবার থেকেই ফিলিস্তিনি মুজাহিদদের কোনো কোনো হামলার ঘটনায় ইসরাইলি নেতারা হতবাক হয়ে গেছেন।
হামাস যোদ্ধারা কেবল ফাঁকা বুলি দিচ্ছেন না, তারা ইতোমধ্যে ইসরাইলের এফ-১৬ জঙ্গীবিমান, পাইলটবিহীন বিমান বা ড্রোন এবং তেলআবিবসহ বিভিন্ন শহরে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা করে নিজেদের শক্তির জানান দিয়েছে।
পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে ইসরাইলের অবস্থা সত্যিই খারাপ হতে বাধ্য। আল মানারের খবরে একটি ছবি দেখলাম ইসরাইলি সৈন্যরা কান্নাকাটি করছে।
আসলে অত্যাচারি চিরকালই ভীরু। তাছাড়া, অতীতের যেকোন সময়ের তুলনায় হামাস এখন শক্তিশালী। মহান আল্লাহ ফিলিস্তিনিদের বিজয় দান করুন এ দোয়া করছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




