যখন আমি থাকবনা তুমি আমার সব স্মৃতি মুছে দেবে।না ইচ্ছে করে নয়,বাধ্য হয়ে।না হলে যে আমার পাপ হবে।তোমার কষ্ট হলেও করবে।তারপর হইত আবার কেউ তোমার জীবন সঙ্গী হবে,চলে যাবে তোমার জীবন সংসার,হঠাৎ একদিন তোমার অনেক পুরোন বই এর ভাজ থেকে নারা চারার সময় পরবে একটি ছবি।তুমি তা দেখে চোখ ফিরি্যে নিতে চাইবে,কিন্তু কি যেন এক অদৃশ্য টানে তুমি ফিরে তাকাবে ছবিটির পানে।ছবিটি দেখে এক ধরনের শিহরন অনুভব করবে,ফিরে যাবে সেই পুরোন স্মৃতিতে যখন আমি ছিলাম তিমার পাশে।চোখ বেয়ে পরবে জল তোমার অগোচরে। অপলক চেযে রইবে ছবিটির পানে,যে ছিল তোমার সবচেয়ে আপন,সবচেযে প্রিয়।যে তোমাকে খুব ভালবাসত,সবসময় কামনা করত যেন তোমার কোলে ই তার মৃত্যু হয়।আর আল্লাহ তার সেই মনের আশা পুরোন করেছিল।সে চলে গেল তোমার চোখের সামনে তোমাকে একা করে।পারনি তাকে সমষ্ত শক্তি দিয়ে ধরে রাখতে।তুমি শুধু দেখলে সে চলে যাচ্ছে হাসি মুখে কারন সে তোমার কোলে শেষ নিঃশ্বাষ ফেলছে।আজ এত বছর পর পুরোন সেই দিনের কথা মনে পরে তুমি যেন কেমন দিশেহারা হয়ে পরলে।মনে মনে চাইলে যদি তাকে ফিরে পেতে পারতে.কিন্তু হায় এযে কখোন হবার নয়।তুমি একা বসে রইলে ছবিটি বুকে নিয়ে,আর ভাবতে লাগলে ও পারে নিশ্চয় আবার আল্লাহ আমাকে তোমার কাছে ফিরিয়ে দিবে,তুমি সেই দিনের প্রতিক্ষার প্রহর গুনছ..সত্যিই কি এমন হবে যখন আমি থাকব না???? তুমি কি চাইবে আমাকে এভাবে ফিরে পেতে।নাকি সব আমার মনের ভুল????
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১০ ভোর ৪:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




