তোমাকে চাওয়া আর হল না
তোমাকে আজ আর চাই না,
যেখানে যোজন যোজন দুরত্ব,
দুজনার মাঝে।
একই শহরের নাগরিক হয়েও, দুজনরে পথ ভুলে থাকা,
হয়ত, দুজনই ভূলের পৃথিবীতে
নিজের আবাস্থল গড়ে নিয়েছি,
তেমন কোন কথা দেওয়া হয়নি,
কেউ কাউকে
দুরে, দুজন খুব দুর থেকেই
ভালবেসে ছিলাম একদিন।
যে গভীরতা আমি বুঝতে পারিনি,
দিনের পর দিন।
হয়ত, আমি এখনও বাসি,
এতে কি এসে যায় ?
আমাদের এই দুরত্ত্ব কমবার নয়।
গভীর রাতে বুকে চিড় ধরে,
হয়ত এক সময় এখানে দারুন উত্তেজনা অনুভব করতাম,
তোমাকে দেখব বলে
আজ আমার দৃষ্টি অন্য কোথাও,
অন্য কোনখানে, মহাকালের অপেক্ষায়।
আমি আর তোমাকে চাই না,
আমার অবশিষ্ট অংশ হয়ত,
আমার সংগে প্রতারনা করবে না ---- সমীকরণ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




