মধ্যরাতের নিশাচর পথিক আমি,
উদ্দেশ্যহীন চলাচল।
ব্যস্ত শহর থেকে বহুদূর...
নিরাবতাকে আপন করে নিয়ে
পথ খূঁজে পাওয়ার আপ্রান চেষ্টা।
মহীরুহকে আপন ভেবে
কিছুক্ষনের বিরতি,
নিস্তব্ধতা ভেঙ্গে আবার ছুটে চলা,
উদ্দেশ্য এখনও অজানা ॥
তটিনীকে নিজের করে নিয়ে, আত্মসর্মপন।
কিছুটা প্রশান্তির আমেজ।
বেঁচে থাকার নিস্ফল আবেদন মনে হয়,
হুরমুর করে ভেঙ্গে পড়ে স্বপ্ন।
আমার পথ চলা থামে না,
কারন উদ্দেশ্য এখনও অজানা ॥

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




