বারমাসি পথিক খুঁজে অবৃত্তিয় সংসার । অদল বদলের হাওয়ায় ঘুরে যাযাবর । এখানে নেই বহু কিছু অথচ অদেখা টানে কবিয়াল গীতিনাট্য বানায় ।
আছে’র তালিকা শূন্য ঘর কন্যায় । অতিবায়বীয় আবেগ উচ্ছ্বাসে দোয়েলকবি শিস দেয় আছরের সময় । ভরাচাঁদে বাউল আব্দুল করিম মন বাসর করে ।
দাড়ি-কমা-সেমিকোলনহীন জীবন এখানে আরেক সংসারর কথা কয় । দখিন জানালা খুলে সাধনায় পাওয়া সাধক । জেগে উঠা নতুন পথিক খুঁজে লালন হাছন ।
নাইওরি
ও নাইওরি
কোন নাইওরে যাও?
তোমার ঘরে বর্ষা এলো নাইওরে
আষাঢ় ডাকে ঢেউয়ের বাঁকে
শ্রাবণ প্রতীক্ষায় নিশিদিন
উৎসমূলের পথ ধরে মন
জমাটি ঘুমাবে কাঁথাবালিশে ।
নাইওরি
ঘুরাও মনের পাল
বৃষ্টিতে ভেজাও গরম যুবতী গতর
সংসার নাইওর বকেয়া পড়ুক
বর্ষার মৌজে জমে রও মনের নাইওরে ।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




