যদি ভুল করে ফের দেখা হয়ে যায় দু’জনার
অমানিশার অশূভ আলিঙ্গনে অজানা পথে-
যদি হাঁটতে হাঁটতে ক্লান্ত হই পুনরায়...
যদি উড়ে যাই আকাশে ভালোবাসার ছায়া রথে।
যদি জ্যোৎস্নায় অভিসারে চাঁদ হয়ে জ্বলি
মিটিমিটি কথা বলি, দুজনে দুজনায় নিরবে।
যদি কোনোদিন একই পথে, একই ভাবে চলি
যদি হৃদয় কানন ভরে উঠে প্রেমের সৌরভে।
যদি ভালোবেসে ভুলে যাই অতীতের ভুল সব
সুখ-দুঃখের শত কথা চেনা অচেনা আনন;
যদি বিহঙ্গের বেশে দূরে কোথাও করি রব।
যদি কোনোদিন পথ ভুলে হারিয়ে যাই দু’জন।
যদি ভুল করে ভালোবাসা হয়ে যায় দু’জনায়
যদি পথ ভুলে চলে যাই আরো দূর অজানায়।
লালন করি
কুয়াশায় ঢাকা নিঃস্তব্দ আধার চারিদিক
ভালোবাসার নিদারুণ যন্ত্রণায় মন ভেঙে চৌচির,
হিজিবিজি বর্ণমালায় সান্তনার অলীক বাণী
মিথ্যে অহমিকায় ডুবে আছে অনন্ত অস্থির।
স্মৃতি সব ঘুমোয় নিরিবিলি, স্বপ্ন হিসেব কষে
মায়াবী আলোয় সাজানো শতাধিক রাত
ভাবনার অন-রালে কেটে যায় নিমিষে
পরিচিত আঙিনায় নিজেকে অপরিচিত মনে হয়।
অবশেষে নব দিগন্তের নীল ভাবনায়
চন্দ্রিমার আলোয় প্রাণভরে স্নান করি আর
এরই মাঝে নিজেকে জড়িয়ে নিয়ে
শান্তনার বাণী হৃদয় প্রকোষ্ঠে লালন করি।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




