প্রতিটি শিশুই অপার সৃজনশীলতা নিয়ে জন্মায়। তাদের মাঝে অনেকের সম্ভাবনাই থাকে ভবিষ্যতের আইনস্টাইন বা স্টিফেন হকিং হবার। কিন্তু আমাদের সমাজব্যবস্থা এবং আমরা প্রতিদিন হত্যা করে চলেছি এই অপার সম্ভাবনাময় শিশুটির সৃজনশীলতা কে। ২ থেকে ৪ বছরের শিশুরা ৯৫% সৃজনশীল হয়ে থাকে কিন্তু ৭ বছর বয়স পর্যন্ত এই হার নেমে আসে শুধুমাত্র ৪% এ। যে সকল কারনে এগুলো হয় তা হল
১।
মা -বাবার বকুনি । এটা করবানা , এইখানে যাবানা , তুমি এইটা পারবানা , এইটা করলে বাবা মারবে, এত না না শুনতে শুনতে শিশুটি ভিতু , অপরিপক্ক হয়ে বড় হতে হতে তার সৃজনশীল চিন্তা ভঙ্গি কে হারিয়ে ফেলে।
২।
শিক্ষক এর নির্যাতন। একদিন পড়া না পারলে মার দিয়ে, নীল ডাউন করিয়ে, কান ধরে দাড়া করিয়ে, অকথ্য ভাষায় গালাগালি দিয়ে শিশুটিকে হীনমন্ন, আত্নসম্মানহীন , নির্বোধ করে তোলে যা মোটেও কাম্য নয়। ভয় দেখিয়ে কোন কিছুই আপনি স্থায়ী ভাবে জয় করতে পারবেন না।
৩।
শিশুদের জন্য পর্যাপ্ত বিনোদনের অভাব। আমাদের মধ্যবিত্ত সামাজিক ব্যবস্থায় আমরা প্রাপ্তবয়স্ক দের জন্যই সুষ্ঠ বিনোদনের ব্যবস্থা করতে পারিনা কিন্তু যারা আমাদের ভবিষ্যত প্রজন্ম তাদের সুষ্ঠ ও সাভাবিক বিকাশের জন্য একটি সৃজনশীল বিনোদনের ব্যবস্থা করা উচিত।
আমাদের অনেক অভ্যাস থাকে যা " get it or lose it" এর মত। কিতু সৃজনশীলতা কখনও হারায় না এটি সুপ্ত অবস্থায় থকে। এটি যে কোন সময় জাগ্রত করা যায়। তাই সচেতন হন , আপনার সন্তান , ভাই , বা আত্নীয় এর সুষ্ঠ মানসিক বিকাশে সাহায্য করুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




