বর্তমান জাতীয় বিশ্ববিদ্যালয়ে আছি। পাশা-পাশি জব করি। বেশ ভাল অবস্থা।
মনে পড়ে মায়ের কথা গুলো................
শীতকালে সকালে মৃষ্টি রোদে বসে শীতের পিটা আনন্দ সময়। সেই দাদীমায়ের ছোট গল্প শোনা।
চিরদিন পাশে থাকে সে মহৎ মায়ের কাছে কত যে অনুরোদ, কত অযোয়াত । আজ আর মা থেকে অনেক দূরে ছলে এলাম। জানি না মা-বাবা ,, ভাই-বোন কেমন আছে। বাবা খুব রাগী ছিল। ভয়ে যেত না কেউ। সবাই মায়ের কাছে।
এই সে প্রদীপ সেই পড়ার ঘর। সে আমার পড়ার ঘর না স্মৃতি। যখন বিদু্ৎ চলে যায় মা এসে দিয়ে যায় মোমটি। মাঝে মাঝে দুই ভাই দুষ্ঠামি করতাম। সত্যি যে স্মৃতি গুলো শুধু কান্নার উৎস।
গাঁয়ের মধ্যে রয়েগেছে আমার কত স্মৃতি কাহীনি। যা বলে শেষ নেই। আজ শুধু অপেক্ষা করে থাকি কবে পাইব ছুটি কখন দেখবো আমার পরিবারের সেই হাসি মুখ। সেই আমার ছোট গাঁয়ের সোনামাখা মুখ। আবার কখন আড্ডা জমবে পুকুর পাড়ে বাঁশের ছায়া। সন্দ্যা সময় বিলের মধ্যে খানে জমেব গানের মেলা। পাইবো কি আমি আমার ছোট বেলা দিনগুলো ফিরে।
মুটোফোনে সকল বন্ধুকে বলে রাত্রীবেলা সে শীতের রস খাবার মজা।
সত্যি যে সময়ের ব্যবধানে মানুষ কত কিছু দুরে রেখে চলে আসে। পরিবারের সকলের সুখের জন্য চলে যায় বহু দুর নিজ বাস্থান ছেড়ে। বিধাতার এই এক অপরুপ সৃষ্টি পৃথিবীতে আমরা আছি ।
আমি এক সাধারণ ব্লগার নতুন বলে দুর না দেখে উৎসাহিত মাধ্যে সকলে দেখবেন। কারণ মানুষ জন্ম পর পূর্ণ পতিষ্ঠিত নয়। আমি! এই ব্লগে আপনাদের মত পুরো অভিজ্ঞ নয়। সকলে সু-পরামর্শ কামনা করি!!
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





