শান্ত সকাল
শান্ত সকালে ভোরের পাখি
ঘুম ভাঙাবে ডেকে তোমায়।
সুস্থ মনে উঠবে তুমি স্মরন করে প্রভু
ব্যাস্থ জীবনে ব্যাস্থ দিনে তুমি
যাত্রা কর সর্তকতার সাথে
নির্ভর কর বিধাতার উপর
চিন্তা রেখো না মনে মনে।
পানির বৃন্দুর মত করে
আমাদের স্বপ্ন হয়ে যাবে পূরন
অটুল সাগরের মত হয়ে।
অবশেষে নিচ্ছি বিদায় আমি
বিধাতার উপর স্বনির্ভর করে
সালাম জানিয়ে তোমায়।
২। আসবে কি?
অনিয়ম ভবিষ্যতের মাঝে আমি
আসবে কি তুমি?
চিন্তর ক্লান্তি দূর করতে
বিভেষীকার এক অন্ধকার মাঝে
গ্লানি নিয়ে অতৃপ্তি নিয়ে
আসবে কি তুমি?
আমার দুয়ারী হয়ে
চোখ অশ্রুময় এক অগ্নি পিন্ড,
যে হুতাশনে করেছে শুধুই হীনতা
তার মাঝে আসবে কি?
তিমির জেগে গল্প করা
নীরব একা স্বপ্ন গুলো
হয়ে আসে আমার যখন
আসবে কি তুমি?
কালিমায় কালো দাগ নিয়ে
এই হীনতা এই বিভেষীকা
থাকবে না আমাদের জীবনে
শুধু আমরা দুই জন থাকবো
সুন্দর এবং মহনীয় হয়ে
এই ধরণীতে
২ শূণ্যতা
সময় পাখী আসে বসে অসময়
বিপন্ন গৃহস্থলী শূণ্য বাগান
ভুল হয় চেনা বলে
অচেনা অজানা নিজেকে আমি
বলি যে বার বার
মেঘের কান্না বৃষ্টি হয়
পাহাড়ের কাঁন্না ঝর্ণা হয়
বৃক্ষ কাঁন্না হয় ছায়া
নদীর কাঁন্না বন্য হয়
ছন্নছাড়া জীবনে কী যে
প্রচ্ছন্ন ইংগীতে দেখে যায়
চেনা সুর বাজে
কোন অচেনা প্রেয়সী গলায়
স্মৃতি কাঁদে-মানুষ হয়
মানুষ কাঁদে-জীবন হয়
জীবন কাঁদে-শূণ্য হয়
শূ্ণ্য কাঁদে-শূণ্যতায়!!
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১১ সকাল ৯:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





