
অবশেষে প্রকাশ্যে এলো ২০২৬ ফুটবল বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি। শনিবার (৬ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসির বিখ্যাত জন এফ কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টস ভেন্যুতে 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত বৈশ্বিক আসরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো। এসময় তার পাশে উপস্থিত ছিলেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও।
আগামী বছরের ১১ জুন পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এতদিন ৮টি গ্রুপে ৩২টি দেশের বিশ্বকাপ খেললেও এবার প্রথমবারের মতো ১২টি গ্রুপে অংশ নেবে ৪৮টি দেশ। উদ্বোধনী ম্যাচে মেক্সিকো সিটিতে ঐহিহ্যবাহী আজতেকা স্টেডিয়ামে মাঠে নামবে স্বাগতিক মেক্সিকো।
পরদিন ১২ জুন কানাডা ও যুক্তরাষ্ট্রে শুরু হবে বিশ্বকাপ উন্মাদনা। রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে ২৭ জুন পর্যন্ত চলবে গ্রুপ পর্বের খেলা। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল এবং সেরা আটটি তৃতীয় স্থান অর্জনকারী দল নিয়ে ২৮ জুন শুরু হবে রাউন্ড অফ ৩২। রাউন্ড অফ ১৬ শুরু হবে ৪ জুলাই, কোয়ার্টার ফাইনাল ৯ জুলাই এবং সেমিফাইনাল ১৪-১৫ জুলাই। আর ১৯ জুলাই হবে মেগা ফাইনাল।
বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিশ্বকাপ শুরু হবে বাংলাদেশ সময় ১৭ জুন সকাল ৭টা। আর্জেন্টিনা-আলজেরিয়ার ম্যাচটির ভেন্যু কানসাস সিটি। অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে বিশ্ব চ্যাম্পিয়নদের পরের দুটি ম্যাচ ডালাসে। একটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়, পরেরটি সকাল ৮টায়।
পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রথম ম্যাচ নিউইয়র্ক-নিউজার্সিতে বাংলাদেশ সময় ১৪ জুন ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে। ব্রাজিলের পরের দুটি ম্যাচ হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে, ফিলাডেলফিয়া ও মায়ামিতে সকাল ৭টা ও ভোর ৪টায়। ১৯ জুলাই দিবাগত রাত ১টায় নিউইয়র্ক-নিউজার্সিতে ফাইনাল।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




