খুব অবাক লাগে। জানা নেই, পরিচয় নেই। অথচ কি অদ্ভুত একটা যোগাযোগ তৈরী হয়ে যায় সব ব্লগারদের মধ্যে ! সা.ইনে ব্লগিং করতে এসে আমি রীতিমতো অভিভূত
তাই এই সাময়িক বিরতির ঘোষনামূলক পোষ্ট। খুব খুব খুব মিস করবো সামহ্যোয়ারইনকে
প্রিয় বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন। যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবার চেষ্ঠা করবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




