এইবারের ঈদ আমার লাইগ্যা অন্যরকম। লগে নতুন বউ। কাইল রওনা দিমু। জ্যাম-জুম পার হইয়া বাইত পৌছাইতে যে কত ঘন্টা লাগবো...শুধু আল্লাপাকই কইতারেন
চান রাইতে বন্ধু-বান্ধব গো লগে যেসব আকাম কুকাম করতাম...সিগ্রেট ফুকাইতাম...সেইসব কেমতে হইবে সেই চিন্তাই করতাসি। বউ তো আবার দুই মিনিট না দ্যাকলেই ফুন দিব !! এই ফুন জিনিসডা মাঝে মাঝে এত ত্যাক্ত করে !!
ঈদের দিন সকালে নামাজ পইরা আইসাই আব্বা'র হুকুম নাজিল হইবো...যাও বউরে নিয়া গেরামের বাড়ী থেইকা ঘুইরা আসো...তা না হয় গেলাম...কিন্তু দুনিয়ার লোকজন নতুন বউরে নিয়া নানারকম কমেন্ট করবো...আমার স্বাস্থ্য ভালো বউডারে কেউ কইবো মোডা...বউয়ের কার্লি চুলরে লোকে কইবো..কুকরা চুল...ইত্যকার কথাবার্তা আমার এক্কেবারেই সহ্য হইবেক না নিশ্চিত জানি...তার উপরে বাড়ী বাড়ী ফিরনি খাওয়া
... তারপরেও এমন এট্টা ঈদের জন্য প্রত্যাশা ছিলো হাজার বছরের। বাবা-মা বোনদের সাথে 'বউ' নিয়ে ঈদ করবো এবার। দোয়া করবেন সবাই
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




