somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার সাথে দেখা হওয়া কিছু ব্লগার সম্পর্কে ট্যাগ (কিছু না দেখা ব্লগারও)

২১ শে নভেম্বর, ২০১১ বিকাল ৪:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার মনে হয় সামুর ব্লগারদের মধ্যে আমার সাথেই সবচেয়ে বেশি ব্লগারের স্বশরিরে সাক্ষাত হয়েছে। আমি খুবই খুশি হয়েছি তাদের সাথে পরিচিত হয়ে। তারা বেশিরভাগই আমাকে ভালোবাসে। আমিও তাদের ভালোবাসি। এ সম্পর্ক শুধু ভার্চুয়াল গন্ডিতেই সীমাবদ্ধ নয়। অবশ্য ২/১ জনের সাথে পরিচিত হয়ে ব্যাথিত হয়েছি। আবার কারো কারো সাথে দেখা না হলেও আন্তরিক সম্পর্ক হয়েছে।
তাদের সম্পর্কে কিছু ট্যাগ দিচ্ছি-

সাইমুম- সুন্দর মানুষ, জ্ঞান সাগর।
জিশান সা ইকরাম- ৫০ এ উচ্ছল কিশোর, আন্তরিক, দানশীল।
হুপফুলফরইভার- সকল সীমাবদ্ধতা কাটিয়ে আলোর দিকে যার নিরন্তর যাত্রা!
নীরব দর্শক- প্রয়োজনে সরব, মায়া লাগাইছে...
জহিরুল ইসলাম-স্মার্ট, নির্ভিক, ধার্মিক কিন্তু ধর্মান্ধ নয়।
শামসীর- সুলেখক, বন্ধুবতসল।
ময়নামতি- যাকে সবাই ভালোবাসে এবং শ্রদ্ধা করে কিন্তু ভোটে খাড়াইলে ফেল করবে।
সাইরাস হেলাল- নিপাট ভদ্রলোক, স্নেহশীল, সুদর্শন।
জামিনদার- সামুর অন্যতম সেরা কবি, পরিশ্রমী, শ্রদ্ধা পাওয়ার মত ব্যক্তিত্ব
সুপান্থ সুরাহী- সুমিস্ট কন্ঠস্বর, ভাল মানুষ।
মিরাজ ইজ- বেশি নির্লিপ্ত, ট্যালেন্টেড, কিউটি কিউটি, আমার ভাই
আরিফ রায়হান মাহী- উচ্ছল, চঞ্চল, অকপট, কিউটি কিউটি
কালপুরুষ- দেখলেই আপন মনে হয়, মিশুক।
রাজসোহান- অকূল দড়িয়ার বুঝি কূল নাই রে, ওর উপ্রে কেন জানি রাগ করতে পারি না।
নাহোল- চোখে মুখে মেধার ছটা, সংগ দোষে লৌহ ভাসে।
আসিফ মুভি পাগলা- জিনিয়াস, দেখা হইলেই বিড়ি চায়, মিস ইউ।
কৌশিক- সুবক্তা, স্মার্ট হওয়ার জন্য টাক মাথা কোন সমস্যা না।
অন্যমনস্ক শরত- আকর্ষনীয় বাচনভঙ্গী
জুন- বালিকা, পাহাড়ের কান্নার বইন, মানুষকে আপন করে নেবার এক অসাধারন ক্ষমতার অধিকারী, নিরহংকার।
পারভিন রহমান- আমার জীবনে এত হাসিখুশি মানুষ দেখি নাই।
সবাক- উদ্যমী, সুজোগের সদ্ব্যবহার করতে জানে।
ক্যামেরাম্যান- ফটুক তোলা শিখতে চাইলে...
পাহাড়ের কান্না- চরম হিউমারাস, ছন্দবাজ, ছলনা নাই।
আব্দুল্লাহ আল মনসুর- ইন্সট্যান্ট হিউমার, সু সংগঠক।
গরম কফি- ছন্দের বস, পরিস্কার চিন্তাধারা, যার সঙ্গ গরম কফির সতেজতা দেয়।
ছোট মির্জা- অলটাইম হাসি খুশি, বন্ধুবতসল, চরম আড্ডাবাজ।
বাল্যবন্ধু- গুড বয়,
রাস্ট্রপ্রধান- নটি বয়,
গুরুজী- ... হাসি মুখে আনন্দ ধারা।
মেঘলা আকাশ ও বিষন্ন মন- রাজনীতি এড়িয়ে সহজাত লেখা লেখি করলে ভাল হৈত।
পারভেজ আলম- চোখে মুখে বিপ্লবের স্বপ্ন, শক্তিশালী লেখনী।
জাহিদুল হাসান-ভালোবাসতে জানে, এত সরল হলে হয় না ভাই।
আসিফ মহিউদ্দিন- মেধার কি বিপুল অপচয়!! নার্ভাস।
তন্ময় ফেরদৌস- আন্তরিক, ক্রিয়েটিভ মাইন্ডেড।
সালাউদ্দিন ফয়সাল- কিউটি কিউটি ভাই আমার।
হাছুইন্যা- আরেক কিউটি কিউটি।
জানা- বিনম্র শ্রদ্ধা
আরিল- বিদেশী দুলা, আমাগো জানাপার জামাই।
নিভৃত নয়ন- নিভৃতে থাকতেই মনে হয় পছন্দ করেন।
রোকন রাইয়ান- অকপট, সহজে প্রকাশিত হয় না।
আইরিন সুলতানা- সু সংগঠক, উদ্যমী, সুকৌশলী।
হানী- পর্দা যার প্রগতির পথে বাধা নয়।
সত্যবাদী মনোবট- শুভকামনা তার জন্য, কবি।
নষ্ট কবি- দুর্দান্ত গবি ( গল্পকার), শুভকামনা।
মৈত্রি- কিউটি কিউটি, গুড বয়।
নষ্ট ছেলে- গম্ভির, কিন্তু অতি সংবেদী মন।
জাহাজী পোলা- প্রতিভাবান লেখক, কিউটি কিউটি,ইদানিং কি জানি হৈছে!!
না আমি- একেবারে চুপচাপ। ক্ষনিকের দেখা।
বৃত্তবন্দী- কই গেলেন ভাই? শুকাইয়া কাঠ।
স্পেল বাইন্ডার- সুদর্শন ও আকর্ষণীয় ব্যাক্তিত্ব।
লাল সালু- লেখার সাথে দেখার মিলনাই, বর্তমানে রাজনীতি নিয়া ব্যাস্ত মনে হয়।
বিদ্যাসাগর- সিরিয়াস ফটোগ্রাফার।
রিমঝিম বর্ষা- শুভকামনা বোনডি।
সরল মানুষ- এক্কেরে জিলাপির মত সরল, বাকপটু।
রুদ্রপ্রতাপ- হিউমারাস, উদ্যমী, পরোপকারী, ভাবীসাবরে সালাম।
বোকা মানব- বড় হও, দোয়া রইল।
চে গুয়েভারা ২- পাগলা!!!
সাইফহিমুবেস্ট- উতসাহ উদ্দিপনায় ভরপুর।
শামিম আল মামুন- মিস ইউ ব্রো।
শয়তান- দেখেতো মানুষই মনে হল!!
স্বার্থত্তা-যাকে ফেবুতে জিজ্ঞেস করেছিলাম,"ভাই, স্বার্থত্ত্বা কে চিনেন??"
ইমতু- ২ বছরেও সেফ হইল না, টেলেন্টেড।
জসিম- দেখে কিন্তু বলে না, ভালোবেসে যায় অগোচরে।
আর এইচ সুমন- দুর্বার এগিয়ে চলা। গুড লাক!!
নীল পরী- নীল পরী
রিয়া সরকার- এখনো ওয়াচে!! সেফ করা হউক।
মাহিরাহি- মাহি আর রাহি দুই ভাই। তাদের বাবাকে ডাকি "মাহিরাহি ভাই"।
সুহাস লেলিন- আমার পাশের গ্রামের ছেলে, সামুতে পরিচয়।টেক কেয়ার।
শোয়েব সর্বনাম- আমার দোস্ত, আতেল, সুলেখক।
মেহেদি মাহফুজ- আমার দোস্ত, সামুর ঠিকানা ও ই দিয়েছে, ভাল থাকিস।
মাথা ঠান্ডা- আমার ছোট বোনের হাসব্যান্ড।
আরজুপনি- ভেবেছিলাম বালক- দেখলাম বালকের মা, চঞ্চলা, হাশিখুশি, চিরহরিৎ।
নিশাত রহমান- ট্যালেন্টেড, মিষ্টি কন্ঠের অধিকারী, আরজে, লক্ষ্যে অবিচল।
সাধারন মানুষ- আন্তরিক, পরিশ্রমী।

দেখা হয় নাই চক্ষু মেলিয়া- কথা হয়েছে-

রেজোয়ানা- উই আর ফ্যামিলি।
জুলভার্ন- আন্তরিক, স্নেহশীল, দানশীল।
ডিজিটাল / সত্য সন্ধানী আমি- হওয়া উচিত ছিল কলামিস্ট- হয়ে গেল ক্যাচালিস্ট
মাহমুদুল হাসান কায়রো- মিশর থিকা আমার জন্য বিশাল পিরামিড পাঠাইছে।
বৃষ্টি ভেজা সকাল- প্রানবন্ত, ওরা আমাকে ভাল হতে দিল না।
টুনা- টুনা, টুনি আর টুনটুনি- ভাল থাকুক সবসময়।
আরফার- মিস ইউ।
হা...হা...হা...- যার দৃষ্টি ভঙ্গীর সাথে আমার ৮০% মিল।
কাউশার রুশো- দেশী ভাই, খালি ইংলিশ মুভি নিয়া পোস্ট দেয়!!
নীরব০০৯- আমার জন্য গল্প লিখছে- কৃতজ্ঞতা, মিশুক
মামুন হতভাগা- তারুন্যের তেজোদীপ্ত মনন, রসিক, কে কয় হতভাগা???
শশি হিমু- চিকন কন্ঠস্বর, ফর্মাল, মেধাবী।

আরো কয়েকজনের সাথে দেখা হয়েছে কিন্তু তারা তাদের পরিচয় দেন নাই।
আরো মনে পড়লে এড করমুনে।












সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১২ দুপুর ২:০৯
২৮৭টি মন্তব্য ২৮৭টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেতানিয়াহুও গনহত্যার দায়ে ঘৃণিত নায়ক হিসাবেই ইতিহাসে স্থান করে নিবে

লিখেছেন ঢাকার লোক, ০৭ ই মে, ২০২৪ রাত ১২:৩৮

গত উইকেন্ডে খোদ ইজরাইলে হাজার হাজার ইজরাইলি জনতা নেতানিয়াহুর সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে।
দেখুন, https://www.youtube.com/shorts/HlFc6IxFeRA
ফিলিস্তিনিদের উচ্ছেদ করার উদ্দেশ্যে নেতানিয়াহুর এই হত্যাযজ্ঞ ইজরায়েলকে কতটা নিরাপদ করবে জনসাধারণ আজ সন্দিহান। বরং এতে... ...বাকিটুকু পড়ুন

খুন হয়ে বসে আছি সেই কবে

লিখেছেন জিএম হারুন -অর -রশিদ, ০৭ ই মে, ২০২৪ রাত ২:৩১


আশেপাশের কেউই টের পাইনি
খুন হয়ে বসে আছি সেই কবে ।

প্রথমবার যখন খুন হলাম
সেই কি কষ্ট!
সেই কষ্ট একবারের জন্যও ভুলতে পারিনি এখনো।

ছয় বছর বয়সে মহল্লায় চড়ুইভাতি খেলতে গিয়ে প্রায় দ্বিগুন... ...বাকিটুকু পড়ুন

জাম গাছ (জামুন কা পেড়)

লিখেছেন সায়েমুজজ্জামান, ০৭ ই মে, ২০২৪ সকাল ৯:০৩

মূল: কৃষণ চন্দর
অনুবাদ: কাজী সায়েমুজ্জামান

গত রাতে ভয়াবহ ঝড় হয়েছে। সেই ঝড়ে সচিবালয়ের লনে একটি জাম গাছ পড়ে গেছে। সকালে মালী দেখলো এক লোক গাছের নিচে চাপা পড়ে আছে।

... ...বাকিটুকু পড়ুন

অনির্বাণ শিখা

লিখেছেন নীলসাধু, ০৭ ই মে, ২০২৪ দুপুর ১:৩১



রাত ন’টার মত বাজে। আমি কি যেন লিখছি হঠাৎ আমার মেজো মেয়ে ছুটতে ছুটতে এসে বলল, বাবা একজন খুব বিখ্যাত মানুষ তোমাকে টেলিফোন করেছেন।

আমি দেখলাম আমার মেয়ের মুখ উত্তেজনায়... ...বাকিটুকু পড়ুন

=ইয়াম্মি খুব টেস্ট=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই মে, ২০২৪ বিকাল ৪:১৪



©কাজী ফাতেমা ছবি
সবুজ আমের কুচি কুচি
কাঁচা লংকা সাথে
ঝালে ঝুলে, সাথে চিনি
কচলে নরম হাতে....

মিষ্টি ঝালের সংমিশ্রনে
ভর্তা কি কয় তারে!
খেলে পরে একবার, খেতে
ইচ্ছে বারে বারে।

ভর্তার আস্বাদ লাগলো জিভে
ইয়াম্মি খুব টেস্ট
গ্রীষ্মের... ...বাকিটুকু পড়ুন

×