মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও বাজারের কেন্দ্রস্থল মোল্লা চত্বরে "মোল্লা টাওয়ার" নামক মার্কেট নির্মান করছি। মোট জায়গা আধা কাঠা। মার্কেটটি ৪ তলা হবে। অলরেডী ১ তলার ছাদ ঢালাই হয়ে গেছে।
নিচতলায় ৩ টি দোকান হবে। কেউ চাইলে ৩টাকে ১টা করে শোরুম দিতে পারবে। ২য় তলায় পুরোটা জুড়ে আমি নিজেই একটা দোকান দিচ্ছি। দোকানের নাম "অনলি উইমেন"।
এখানে শুধুমাত্র মেয়েদের ব্যবহার্য জিনিসপত্র পাওয়া যাবে। যেমন- আন্ডার গার্মেন্ট, স্যানিটারি ন্যাপকিন, জন্মনিয়ন্ত্রন সামগ্রী, ম্যাক্সি, কসমেটিক্স ইত্যাদী। যদি ভাল চলে তাহলে ৩য় তলাটাও নিয়ে শাড়ি, থ্রীপিস, জুতা স্যান্ডেল, ব্যাগ ইত্যাদিও তুলবো।
৪র্থ তলায় অফিস স্পেস থাকবে।
আমিই ডিজাইন করেছি। জমিটা কর্নার প্লট।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


