আমাকে দিও তোমার পৃথিবী
প্রত্যয়ী ভোর
সুর চর্চিত কনঠ দিও
দু চোখ থেকে মুছে দিও
সাত সকালের ঘোর।।
দুপুরের আলসেমী দিও
এটা-ওটা খুনসুটি প্রহর
বিকালের করিডোরে আড্ডা দিও
সন্ধ্যার অন্ধকারে দিও
অধরে নোঙর।
মাঝে মাঝে বাজারের ব্যাগ
হাতে গুজে দিও
আলু পটল উচ্ছে- যাচ্ছেতাই
লিখ মেনুতে
রান্না রসনা নিজ হাতে দিও
উপাদেয় না হোক, আহার্য্য হলেই চলবে ওতে।।
রাতে হেমন্ত, আঁশা, মান্না দের গান
দু এক খিলি পান;
না হলে থাক
পড়শীর ঈর্ষা দিও
লোভ- ক্ষোভ, উরূ-ভূরু, শাড়ীসজ্জা...
মধ্যরাতের বিছানা দিও
বিছানায় তোমার খুউব রমনী শয্যা!
আর
তোমার মনের হরপ্পায়
সাজানো পাথরগুলো থেকেযদি কিছু দিতে পারো ;
তোমাকে দেবো-
অসুখ শোক, স্বপ্ন ও শ্লেষে মেশানো
আমার মহেনজোদারো।।
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



