লিখতে লিখতে লেখক হলে দেখতে দেখতে দেখক হবেনা কেন?দেখক নিয়ে শব্দ কল্প দ্রুম করা যায় , ওটা থাক।
যে ভালো লিখতে পারে না সে যদি ভালো দেখতে পারে,আর দেখা টা দেখার মত হলে-দর্শকের মধ্যে কি বিক্রিয়া ঘটবে?
আপত্তি বা বুতপুত্তি যা কিছু ঘটুক ,দেখকের সম্পর্ক ঘটনার সঙ্গে ।লেখকেরও তাই।
একজন ঘটনা লেখে অন্যজন ঘটনা দেখে।যে লেখে সে দেখেও,কিন্তু যে দেখে সে লিখতে নাও পারে!
দুজনের জন্যই দেখা টা একক,একথা পরিষ্কার।
আরও পরিষ্কার ,আমার লেখার অগভীর বিষয়-বাসনা আমাকে দেখতে ঠে লে দেয়।আমি দেখি।দেখতে দেখতে- দেখক ।
তোমাকে তাই দেখা তে চাই আমার যা কিছু দেখা।এবং সুমন এর সুরে-
‘তোমাকে দেখাবোই দেখাবো/আমার পাজরের ইতিহাস/
তোমাকে দেখাবোই দেখাবো/আগুনে পুরে গেছে মহাকাশ।।“

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



