কাক কালো কাক/
/তুমি বসে আছ টেলিফোন এর অই তারে
/এক প্রান্ত থেকে অপর প্রান্তে কত খবর আসা যাওয়া করে
/প্রেমিক তার প্রেমিকারে বলে- আই লভ ইউ !
/তুমি সব শোন /
অথচ বোঝ না আমার এই ডাও ।।
'.................................এটা কবিতা না কবিতা না ,এটা বিষয় না বিষয় জনপ্রিয়তা ও নানাবিধ ।জনপ্রিয়তা এমনই এক সস্তা অথবা মহামূল্যবান অথবা দুর্লভ ব্যাপার যা ঘটা করে ঘটানো যায় না ঘটে যায়। কাক নিয়ে এই লেখা আমি আমার বন্ধু মহলে এত বার বলেছি যে কাক আমার একান্ত হয়ে গেছে।আমার বন্ধু মহলে কাক প্রিয়তা এত যে, পুরনো আড্ডায় নতুন কে ও এলে কাক শুনিয়ে আস তে হয়।তাই কাক আমাকে অনেক মহলে কাক প্রিয়তা এনে দিয়েছে।কিন্তু কাক কি করে জনপ্রিয় হোল?
আমার বন্ধু রমেন এর মুখে শোনা -,'৯০ এর সমসাময়িক কাল,জগন্নাথ বিশ্ব বিদ্যালয়ে দেয়ালিকা ছাপা হচ্ছে ,সবাই কে লেখা জমা দেবার আমন্ত্রন জানানো হোলও ।সে সুত্রে আমাদের বন্ধু সারা রাত জেগে যথারীতি এক্ টা কবিতা লিখে জমা দিল।অথচ দেয়ালিকাতে বন্ধুর লেখাটা জাগা পেলনা।বন্ধুর মন খারাপ হল।নিজেদের হল, নিজেদের দেয়া্ল, নিজেদের বন্ধু, অথচ নিজের লেখাটা দেয়ালিকা তে জায়গা পেলনা ! সেই দুঃখে, সারা রাত জেগে সে আরও এক টা কবিতা লিখে ,ইউনিভার্সিটি চত্বর ডাঁশ এর দেয়ালে সেটে দিলো ।অমনি কবিতা টা সবার মুখে মুখে ছড়িয়ে পড়ল। সেই কবিতা র নাম কাক ।
কাক জনপ্রিয়তা পেল।কেন? সেই সব কাক দের প্রকাশ করার জন্য যারা আমাদের ভেতর সব জান্তার ভাণ করেন,যে বিষয়ে জানা নেইও অথবা নিজের বিষয়ের বাইরের বিষয় তবু, বুঝেন সব বুঝেন..সব ।।.অথচ বোঝেন না ,কাক এর এই ডা..অ।
আমি এতদিন পর কাক এর কবিতা শোনাচ্ছি কেন?কাক ,যত রুপক কাক-আমার প্রতি রুষ্ট হইয়ো ।।.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



