উবন্টু ৯.১০ ইনস্টল করতে গিয়েছিলাম, কিন্তু ইন্টারনেট কনফিগার করতে পারিনি।
system> performance> Network Connection> এ গিয়ে সবই ঠিক মত করেছি, এখন ইন্টারনেট কানেক্ট করব কিভাবে বুঝতে পারছি না।
আমার জানা মতে Network Manager এ গিয়ে কানেক্ট করতে হয়, আমি Network Manager খুঁজে পাচ্ছি না। এক জায়গায় (system> performance> startup application>Network Manager ) পেয়েছি , এখানে কোন ট্যাব/ অপশন কুজে পাচ্ছি না।
কেউ সাহায্য করলে উপকৃত হব।
একই পোস্ট গতকাল রাতে দিয়েছিলাম, কোন সমাধান পাই নি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




