মানুষের সবচাইতে কাছাকাছি প্রজাতি হচ্ছে শিম্পান্জি । আজ হতে প্রায় ৪.৭ মিলিয়ন বছর আগে এরা আর আমরা মানুষেরা বিচ্ছিন্ন হয়েছিলাম । আর তাই আমাদের সাথে তাদের ৯৯% ডি এন এর মিল । গড়ে এদের ওজন ৭০ কেজি । মেয়ে শিম্পান্জিরা ওজনে কিছুটা কম হয় পুরূষদের থেকে । মানুষের মতই এদের কোন লেজ নাই । এরাও আমাদের মত সমাজবদ্ধ । এদের মধ্যেও সমাজপতি থাকে , যে কোন ঝগড়াঝাটির সময় তারা মধ্যস্ততা করে । তাদের মধ্যেও শ্রেনীবিভাগ আছে । তারা সরল হাতিয়ারও তৈরি করতে পারে । প্রায় ৫০ বছরের মত বাঁচে এরা । সাধারনত বৃষ্টিঅরণ্যে বসবাস করে থাকে ।
আসুন আজকে কথা না বাড়িয়ে শিম্পান্জির কিছু ছবি দেখা যাক ।
শিম্পান্জি মা ও শিশু । এদের শিশুপালন অনেকটা মানব শিশুপালনের মতই । ৩ বছর পর্যন্ত মায়ের সাথে থাকে এবং বুকের দুধ পান করে । কি অদ্ভুত সাদৃশ্য, তাই না?
"লেখাপড়া করতে মন চায় না , খালি গায়ে বাতাস লাগাইয়া ঘুরতে মন চায়"
কি ভাবছে? হয়ত ভাবছে এত মিল থাকার পর মানুষ আমাদেরকে পর ভাবে কেন?
এই ব্যাটা ভাবতেছে ..আমার কি ঠ্যাকা পড়ছে মানুষরে কওনের যে তোমরা আমাগো নিকটতম আত্মীয়, যা কমু না ..
জমিলা শিম্পান্জিরে কি বিয়া করতে পারমু? আল্লাই জানে । মিরাকল হইলে বিয়া হইতেও পারে কিন্ত সমস্যা হইল কেন জানি খোদা এহন আর মিরাকল দেখাইতে চায় না । নাহ
কুনো আশা নাই ..sigh...
আজকালকার পোলাপান শিম্পান্জিগো যে কি হইছে । খালি কানে মোবাইল লইয়া ঘুরে আর ছেরিগো লগে কতা কয় ! আর আমরা কত বালা আছিলাম ।
কি ঝকঝকে আমার দাঁত , দেখছেন নি?
ব্লকিকত হয়রানপুরী সাহেব , আর কত পিছলামি ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




