ফেসবুকে হ্যাশট্যাগ(WeAreNizami) এ ছড়াছড়ি। সমস্যা নেই। যারা তার অনুসারী, তার মতবাদে বিশ্বাসী এমনটা তারা করবে, সেটাই স্বাভাবিক।
সে জামায়েতের নেতা। তার সংগঠন,তাকে স্মরণ করবেই।
কিন্তু যারা সারাক্ষণ বলে, আমরা স্বতন্ত্র, আমরা যুদ্ধাপরাধীর পক্ষে না, আমাদের সংগঠন মুক্তিযুদ্ধের পরে গঠিত হয়েছে, তাই ৭১ এর সংগঠিত অপরাধের দায় আমরা কেন নিবো?
এমন খুড়া যুক্তি দেখিয়ে যারা টকশো মাতিয়ে ছিল, আজকে দেখলাম তারাও সেই হ্যাশট্যাগ মারছে।?
এমন দ্বিচারিতা কেন?
একদিকে এরা সারাক্ষণ আমরা পাকিস্তানপন্থী না বলে বেড়াচ্ছে , অন্যদিকে পাকিস্থানের সংগঠন, ইসলামী জামায়েতে তালাবাও একই হ্যাশট্যাগ(WeAreNizami) ব্যবহার করে ফেসবুকে পোষ্ট করছে।
এটা কোন কোইনসিডেন্স নয়, বরং সুদূরপ্রসারী ষড়যন্ত্র কেই নির্দেশ করে।
আর চিহ্নিত রাজাকার, মুক্তিযুদ্ধের সময় দেশবিরোধী লোক ও সংগঠন, সারাজীবনই ঘৃণিত।
এবং যারা রাজাকার, দেশবিরোধী সংগঠন ও লোক দের ধারণ করে তারাও সমান ভাবে ঘৃনিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


