আমরা জানি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত সরকারের আমলে ২১ আগষ্ট সন্ত্রাসীদের হামলার শিকার হন এবং এরপর আরো অনেকবার উনাকে মারার জন্য চেষ্টা করা হয়। প্রধানমন্ত্রী নিজেও অনেকবার এ সংক্রান্ত তথ্য মিডিয়াকে দিয়েছেন।
বিডিআর বিদ্রোহকালীন সময়ে কোন সমরাস্ত্র বিশেষঞ্জ ছাড়াই উনি নিজে ঝুকি নিয়ে কেন এটা মিমাংসা করলেন। বিষয়টা কি নিরাপত্তা বিশ্লেষক এর মাধ্যমে নিষ্পত্তি হলে উনি নিরাপদ থাকতেন। সত্যিকার অর্থে বিশ্লেষক নিয়োগে সরকার থেকে কোন পদক্ষেপ জনগনের নজরে আসনি। যদিও বিষয়টি সামরিক নিরাপত্তা বিশশ্লষক এর কাজ ।
এই অফিসারদের মধ্যে কেউ কেউ এতই মেধাবী ছিল যে তারা যুগে যুগে জন্মায় না। এদের কে জাতি কি দিতে পেরেছে স্বান্তনা ছাড়া। তাদের জন্য এ জাতি কি পারত না সামান্য রক্ত ঝরাতে????????????????
মুক্তিযুদ্ধেও আমরা এত অফিসার হারাইনি ।
যে কোন সময়ের চেয়ে এ ক্ষতির পরিমান বেশী।
স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন কি পারত না ২৫ তারিখ সারা রাত পিলখানায় থাকতে !!! যেখানে উনি ২০০ অস্ত্র বিদ্রোহীদের নিকট হতে গ্রহন করেছিলেন ঐ রাতেই। উনি কেন ফিরে আসলেন ?? সারা রাত কি যেত না জিম্মিকৃত অফিসার পরিবারদের উদ্ধার কাজ !!!!!!!!!!!!!! বাচানো যেতো কোন মা বোনের ইজ্জত, টিভি চ্যানেলে কি কোন বাঙ্গালী মহিলা বলবেন আমি লুন্ঠিত হয়েছি !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
এরকম আরো অসংখ্য জিজ্ঞাসা আমাদের মনে যা হয়তো হারিয়ে যাবে অন্য কোন ঘটনার আড়ালে।
আরেকটি কথা যেখানে চ্যানেল আই ২৩ ফেব্রুয়ারী বিগ্রেডিয়ার জেনারেল শাকিল এর সাক্ষাৎকার প্রচার করেছে, বলেছেন বেতন, বাসস্থান আর অপারেশন ডাল ভাত এর কথা, অথচ সব চ্যানেলগুলো প্রচার করছে ২৫ তারিখে সৈনিকদের ঐ সামান্য দাবীর কথা ।।।।।। কোন সাংবাদিক জানেন না তাই বিদ্রোহীদের জিজ্ঞাসা করেন নি যে, ডিজি, বিডিআর তো সে প্রষ্তাব সরকারকে দিয়েছেন ।।।।।।।
আমাদের নবজাতক মিডিয়া কবে প্রাপ্তবয়স্ক হবে ????????????????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




