কিচিরমিচির পাখির ডাকে মাথাটা
তুললো সমুদ্র পান্ডুলিপি থেকে।
সামনে এস্ট্রেতে স্তুপিকৃত সিগারেটের মোথা।
ঠান্ডা হয়ে যাওয়া চা,
উঠে দাঁড়ায় সমুদ্র
আয়নাতে নিজেকে চিনতে পারেনা!
একি চেহারা হয়েছে তার?
কিছুই ভালোলাগেনা
কত অভিমান, ঝগড়া তারপরও
চপলাকে ভোলা যায় না।
পারিনা চপলা কিছুতেই
পারিনা তোমাকে ছাড়তে-
বিড়বিড় করে বলে সমুদ্র।
ভাবতে ভাবতে নিজের অজান্তেই
রিং দেয় চপলাকে।
ক’টা রিং হোতেই ওপাশ থেকে
ঘুম জড়ানো কন্ঠে হ্যালো জান!
নিমিষেই সব কান্তি দূর হয়ে যায়।
আসলেই তুমি যাদু জান চপলা!
কি হয়েছে বলোতো?
সারারাত বুঝি ঘুমাওনি
কি যে ছেলেমানুষী করোনা
লী ছেলের মত এবার তৈরী হয়ে নাও
সারাদিন ঘুরবো আর ঘুরবো
বলেই ফোনটা রেখে দেয় চপলা।
প্রশান্তির একটা হাওয়া
যেন বয়ে যায় সমুদ্রের দেহ মনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




