আজকে ভোরের (১০ ই সেপ্টেম্বর, ২০১১ ভোর ৫:৪১ ) দিকে "তন্ময় ফেরদৌস" নামের একটা নিক থেকে একটা আড্ডা পোস্ট আসে প্রথম লাইনে বিশেষ এক ব্লগারকে কোট করে এবং তেল মর্দন করে। ভাল কথা, সেই বিশেষ নিকের বিশেষ পোস্টে সেই বিশেষ নাস্তিক অনেক্ষন পর একটি ভাব নিয়ে প্রবেশ করলেন এবং সুকৌশলে তার সেই আবাল মার্কা কাজের সূচনা করল।
কোন প্রকার উস্কানি ছাড়াই সে একটা আড্ডা পোস্টে এইভাবে কমেন্ট করে কোন সাহসে? তারে কি গু মাখা জুতা দিয়া পিটানো উচিত না? কমেন্টের স্ক্রীন শটগুলা দিলাম, এইরকম আহাম্মককে ব্লগে মানুষ কিভাবে জায়গা দেয়?
আমার কথা হল এই ব্লগার উদ্দেশ্যপ্রনোদিতভাবে এইরকম আবাল মার্কা কাজ করেই যাচ্ছে। রমযান মাসে কম জ্বালায় নাই, তার গর্ধব ফ্রেন্ডরে ব্যান করার পর একটু থামছিল,আবার শুরু করছে লোকটা। তো আমরা সাধারন ব্লগাররা এই আবালটারে আর কয়দিন সহ্য করব? আমাদের কি কিছু করা উচিত না? এই হারামীডারে কি ব্লগ থেকে লাইত্থাইয়া বাহির করা যায় না? মডুদের কি কিনে নিছে এই লোকটা ? সামু কি তার কাছে জিম্মি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




