কতক্ষণ পরে পরেই খালি লোড সেডিং
দুপুরে থাকে না গ্যাস-ভাত খাই চাইরটার সময়
ব্লগে বইলে তিনডা ব্লগ পড়তে না পড়তেই কারেন্ট নাই
পানি নাই - গোসল করি নাই: শইল্লে খালি গন্ধ করতাছে
রেক্সনা কিনতে গেছিলাম, দাম চায় ৯৫ টাকা
শান্তি নাই
গার্ল ফ্রেন্ড খালি এইডা ওইডা খাইবার চায়
টাকা নাই
টিউশনিতে টাকা দিতে দেরি করে
স্টুডেন্ট এর মা খালি চিল্লায়
ছাইরা দিমু ভাবছিলাম.......কিন্তু অন্ন চিন্তা চমৎকারা
ভালোবাসা তো নাইই.....
ভালো বাসাও নাই
একটা খাট আছে- খাট ভর্তী ছারপোকা
একটা তোষক ফালাইলাম এই ছারপোকার যন্ত্রনায়
তবু ছালা গেল না
হেগ লগে কুস্তাকুস্তি করতে করতে রাইতে....টায়ার্ড হইয়া....ঘুমাইয়া যাই
এই বাগের কাছ থেইক্যা মুক্তি পাইতে ব্লগে লেখছিলাম
দেহি আমার মত আরো অনেকেই এদের সাথে কুলাকুলি করে (দুস্কু ভুলিছি তাই)
একটা কম্পিউটার আছে
মাগার সিডি রম নষ্ট
ভাইরাসে ভাইরা গেছে ডি সি ড্রাইভ
অটো সাট ডাউন লয়
ওইনডোস রিইন্সটল দিবার পারলাম না
মাদারবোর্ডের ওয়ারেন্টি আছে........কিন্তু রিসিট পাইতাছি না
আরো দেহেন কতকিছু নাই
যুদ্ধাপরাধিগো বিচার নাই
দেশে আইনের প্রয়োগ না কি জানি কয় (.....ভুইলা গেছি...............কী জানি নাই) নাই
খোদার উপরে বিশ্বাস নাই
নিরাপত্তা নাই
ভাইরাস থেইকা নিস্তার নাই (অবশেষে নড৩২.....?এরপর...)
আর কি কি নাই লেখতে গেলে কারেন্ট যাইবো গিয়া
বাকিগুলা আপনেরাই লেখেন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




