শিগগিরই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হচ্ছে চীন
আগামী কিছুদিনের মধ্যেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হিসাবে দাঁড়িয়ে যাচ্ছে এশিয়ার পরাশক্তি চীন৷ আর এর মাধ্যমেই তারা পিছিয়ে দেবে বর্তমানে দ্বিতীয় অবস্থানে থাকা দেশ জাপানকে৷ বিষয়টি আরও স্পষ্ট হয়েছে সম্প্রতি প্রকাশিত জার্মানি ও চীনের ২০০৯ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত রপ্তানি বিষয়ক প্রতিবেদনটি থেকে। এতে দেখা যাচ্ছে, জার্মানি এ সময়ে রপ্তানি বাণিজ্য থেকে এক দশমিক শূন্য পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলার আয় করেছে৷ অন্যদিকে, চীন আয় করেছে এক দশমিক শূন্য সাত ট্রিলিয়ন মার্কিন ডলার৷ অর্থাৎ বিশ্বের রপ্তানি বাণিজ্যে এখন শীর্ষ দেশ চীন৷ বেশ অনেক বছর ধরে রপ্তানি বাণিজ্যে এক নম্বর দেশ ছিল জার্মানি৷ চীনা বার্তা সংস্থাগুলো জানাচ্ছে, ২০০৯ সালে চীনের গড় প্রবৃদ্ধি গত বছরের চেয়ে ৮.৭ শতাংশ বেড়েছে৷ চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে আলোচ্য বছরে চীনের বিনিয়োগ ২০০৮ সালের চেয়ে ৩০.১ শতাংশ বেড়েছে ৷ আগামী ১৪ই ফ্রেব্রুয়ারি জাপান আনুষ্ঠানিকভাবে তাদের গত বছরের আর্থিক কর্মকান্ড এবং লাভ লোকসানের ফলাফল ঘোষণা করবে৷ এই ফলাফল পাবার পরই বোঝা যাবে কে দুই আর কে তিন নম্বরে৷ বিশ্লেষকদের ধারণা এবার এই ফলাফলটি চীনের পক্ষে যাবে৷ তাদের অনেকের ধারণা বাড়তি মানুষের চাপে পড়া এই দেশটি আগামী ২০ থেকে ৩০ বছরের মধ্যে হয়ে উঠবে অর্থনৈতিকভাবে বিশ্বের এক নম্বর অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ৷ ইতিহাসের কথা টেনে ধরে তারা বলেন, চীন এখন যে পথে হাটছে, ঠিক একই পথে আজ থেকে ১২৫ বছর আগে হেটেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, পিছনে ফেলে দিয়েছিল ব্রিটেনকে, ঠিক একই ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে পিছিয়ে ফেলবে চীন, জানালেন জি ব্রিসন, ওয়াল ফারগো সিকিউরিটির অর্থনৈতিক বিশ্লেষক৷ তিনি বললেন, এখন আসলে অন্য অর্থশক্তিকে পিছনে ফেলে দেয়া চীনের কাছে সময়ের ব্যাপার মাত্র৷ ১২.০২.২০১০।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





