পতন সম্ভাবনা যদিও ।। সাগর রহমান
ছেড়ে গেছো সাপ খোলসের মতো; নিয়তিতে তাই স্থির
হয়ে আছি, যদিও কাঁচপোকাদের ঘুম রত্তি রত্তি স্বপ্ন দেখায়।
এক পশলা বৃষ্টি কিংবা ফসকে যাওয়া শৈশব তাড়া করে এলে
কোন কোন মধ্যরাত বেমালুম উৎসব হয়ে উঠে। তখন
এইসব শুকিয়ে ওঠা চামড়ায় আচমকা রঙ ধরে, কোমল
হয়ে উঠতে চায় চরাচরের শীত, পথে-ঘাসে-শিশিরেে
আশ্চর্য আশ্চর্যরা খেলা করে। গীত গায়।
এইসব বিভ্রম জেনেও কোনো এক সাপখোলস
চৈতসংক্রান্তির রাতে উদ্বাহু নৃত্য করে বাঁশঝাড়ের ছায়ায়।
শুকনো পাতার শিরায় শীর্ণ আঙুল বুলিয়ে ঝংকার তোলে:
ছেড়ে গেছো সাপ খোলসের মতো
ছেড়ো গেছো সাপ খোলসের মতো
ছেড়ো গেছো সাপ খোলসের মতো
হায়! ছেড়ো গেছো সাপ খোলসের মতো, নির্দ্বিধায়।
ছবি : স্লিপ (অয়েল পেইন্টিং), সালভাদর ডালি, ১৯৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




