![]()
‘কথাসাহিত্যের অন্তরসূত্র’ শ্লোগান নিয়ে পথচলা গল্পপাঠ.কম (galpopath.com) তাদের আশ্বিনসংখ্যায় আমার গল্প প্রকাশ করেছেন । সাথে এডিটোরিয়াল নোট লিখে আমাকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন, যা আমাকে আন্দোলিত এবং অনুপ্রাণিত করেছে তো বটেই, বলা ভাল, ভীতও করেছে। এডিটোরিয়াল নোটে লিখেছেন:
"গল্পের মধ্যে রহস্য সৃষ্টি করতে পারা সহজ নয়। সে অর্থে গল্পকারের হাতে থাকতে হয় ম্যাজিসিয়ানের মতো ক্ষমতা। একটি আখ্যান দক্ষ হাতে নিয়ন্ত্রণ করতে হয় চরিত্র, দ্বন্দ্ব, সংঘাত, টেনশন, ক্লাইমেক্স , টুইস্ট সৃষ্টির মধ্যে দিয়ে। পাঠককে মন্ত্রমুগ্ধ করে গল্প বলার এই অসামান্য ক্ষমতা সাগর রহমান অর্জন করেছেন। সৈয়দ ওয়ালীউল্লাহ, শহীদুল জহির ঘরানার উত্তরাধিকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার মত যোগ্যতা আছে এই নবীন গল্পকারের।”
সৈয়দ ওয়ালীউল্লাহ, শহীদুল জহির সতত প্রনম্য, উনারা মাথায় থাকুন-- একজন নবীন গল্পকার হিসেবে আমি অনুপ্রাণিত, কৃতজ্ঞ।
গল্পটি নিচের লিংকে গেলে পাওয়া যাবে:
http://www.galpopath.com/2014/10/blog-post_75.html
বি.দ্র: এখানে একটি লেখা আহ্বান জাতীয় পোষ্ট আছে। আগ্রহীগণ লেখা পাঠান, প্লিজ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




