আজকে সকাল ঘুম থেকে উঠে একবারও মনে হয়নি যে, আজ স্বাধীনতা দিবস।
প্রতিদিনকার মতো একটা সকাল, কোন ভাবান্তর নেই। হঠাৎ মাথার উপর দিয়ে একটা যুদ্ধবিমান চলে গেলা। তখন কি জানি মনে হলো, জানালা দিয়ে তাকালাম; দেখি কতগুলো বিমান আর কয়েকটা হেলিকপ্টার যাচ্ছে। হেলিকপ্টারগুলোর নিচে আবার পতাকা বাঁধা; তখন বুঝলাম....
এত এত মানুষের জন্মদিন, মৃত্যুদিন; সব মনে থাকে। এটা মনে থাকেনা যে ২৬ শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস।
একটা অদ্ভুত অনুভূতি আসার উপর জেঁকে বসল, নিজেকে অনেক ছোট মনে হতে লাগলো। আবার এক ঘন্টা পরেই ভুলে গেলাম যে আজ আমাদের স্বাধীনতা দিবস।
কি যে হলো আমার...
অবশ্য মনে হয়েই কি লাভ, দেখা যাবে, আজ যেখানে যেখানে স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে, তার বেশিরভাগেরই প্রধান অতিথি বা সভাপতি একাত্তরের যুদ্ধাপরাধী, রাজাকারের দল......
থাক তার চেয়ে ভুলেই থাকি, আজ আমাদের স্বাধীনতা দিবস।
অন্তত নিজেকে অচ্ছুৎ মনে হবে না....
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০০৮ রাত ৯:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





