অপর পৃষ্ঠা দ্রষ্টব্য
পর্দাটা চোখে অথবা চোখ যা দেখে সেখানে,
প্রতিফলন সত্যের একমাত্র নির্ণায়ক এখানে।
পর্দা খুললেই রহস্যের দ্বারে,
কড়া না নেড়েই দেখতে পাবে;
সমস্ত কুশীলব, তাদের অরূপায়িত রূপ,
রিহার্সালের সব খটকা, সব রি-শট।
দেখতে পাবে, “গ্রীন রুম”
কতটা সবুজ আর প্রাকৃতিক !!
আরেকটু খুঁজলেই দেখবে, চিত্রনাট্যে কত
কাটাকুটি, কতটা রং মেখেছে মূল কাহিনী
সং সেজে মঞ্চায়িত হবার জন্য; পরিচালনার
আদ্যোপান্ত সব, সব দেখতে পাবে। বুঝতে পারবে,
পরিচালক কি “ প্রনোদিত” না “প্রযোজিত”।
অথচ, পর্দা উন্মোচিত হবার সম্ভাবনা
কখনোই আশঙ্কায় রূপ নেয় না, ঝুলে থাকে;
শেষ পৃষ্ঠায় “অপর পৃষ্ঠা দ্রষ্টব্যের” মত।
মঙ্গলের জন্যই বোধ করি এমনটা হয়।
পর্দার আড়াল তোমার দৃষ্টিগোচর হলে,
স্বেচ্ছামৃত্যুই হয়তো শ্রেয়তর হতো।
তপন মাহমুদ
রাত ১১: ৩৭
১৯ শে অক্টোবর, ২০১০.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





