না! অনেক রান করে ফেললো কিউইরা!!!
১৭৩/১০। আশা ছিলো ১৩০/১৩৫ হবে, কিন্তু টেইলর-মিলস জুটি ১৭৩ পর্যন্ত নিয়ে গেলো তাদের। এই জুটির আগ পর্যন্ত + পরে বাংলাদেশ ভালো করেছে। ব্যাটিং পাওয়ার প্লেতে ব্যাটিং করাটা শিখিয়ে দিলো টেইলর-মিলস! ধন্যবাদ বাংলাদেশের খেলোয়াড়দের, বিশেষ করে সাকিব, শুভ, মাহমুদুল্লাহকে।
আমাদের ব্যাটসম্যানরা মাথা ঠান্ডা রেখে ব্যাট করলে ১৭৪ কোন ব্যাপারনা। আশা করি টাইগাররা আজ আরেকটা জয় উপহার দেবে আমাদের ইনশাআল্লাহ। আজ জিতলে সিরিজ ড্র নিশ্চিত, হয়তো বাংলাদেশের সিরিজ জেতাও হয়ে যেতে পারে ইনশাআল্লাহ।
শুভ কামনা রইলো টাইগারদের জন্য।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




