নিজের সম্পর্কে লিখে রেখেছেন
সকালে বিস্ময় জড়ানো তোমার দুই চোখে
আমি হতে চাই প্রথম বিস্মিত জন
বনৌষধির বর্ণে রাঙা তোমার দুই ঠোঁটে
পান করতে চাই হরিণ পাখার হাসি
গোলমরিচ লাল তোমার কেশদামে
নবজন্ম দিতে চাই আমার পিপাসার।
শ্রুতির বিপরীতে এই হৃদয়
বিস্ময়ের প্রয়োজনে বিস্ময়।
দেয়ার মতো কিছু নেই, আছে শুধু সমুদ্রের নোনা জল
একদম সঠিক লিখেছেন নিজেকে নিয়ে , শুরুর দিকের অংশ গুলোতে একটু পরে আসছি , শেষের লাইনটাতে আমার তীব্র আপত্তি আছে ! ওনার দেয়ার মতো অনেক কিছু আছে , কতো সহজে মানুষকে আপন করে নেয়া যায় তা ওনার সাথে না মিশলে কারো পক্ষে ঘূনাক্ষরেও টের পাওয়া সম্ভব না । উনি চির যৌবনের প্রতীক
এবার আসি অন্য কথা গুলো সম্পর্কে , উনি সত্যিকার অর্থেই বিস্ময় পারদর্শী ! রমনী কুলকে বিস্মিত করতে ওনার তুলনা নেই , এই সময়কার প্লাষ্টিক প্রেমিকদের জন্য উনি এক আদর্শ পুরুষ বটে , কেউ একজন তার নামের পাশে জুড়ে দিয়েছেন "এম বি এ " !! আমি নিশ্চিত সঠিক সময়ে ভাবির প্রেমে পরে বিয়ে না করলে আমরা দেখতে পেতাম ঝড় , প্রেমের ঝড় ! কিন্তু হায় ভাবী তার মনে পড়িয়ে দিয়েছে শেকল ! তাই ভাবীকে আমাদের পক্ষ থেকে তীব্র ধিক্কার । ব্যাক্তিগত ভাবে উনি ব্রাজিল ফুটবল দলের সমর্থক , উনি দাবি করতে চান এবারের বিশ্বকাপ সেমি - ফাইনাল তিনি দেখেননি ,এমনকি সেমি -ফাইনাল বলতে পৃথিবীতে কিছু নেই ! নিজে সমর্থন করে ক্ষ্যান্ত হননি , ভাতিজা অন্য দলের প্রেমে পরার আগে কান পড়া দিয়ে দিয়েছেন
আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি , উনি আমাদের প্রাণপ্রিয় গোলাপ ভাই, আমিনুর রহমান ! আজকে ওনার জন্মদিন , ভাইকে জন্মদিনের প্রানভরা শুভেচ্ছা জানানোর জন্য আর ব্লগের জন্য ওনার অবদানের প্রেক্ষিতে ক্ষুদ্র ভালোবাসা জানানোর জন্য এই প্রয়াস ! লোকটা সাংঘাতিক খারাপ , নিজের জন্মদিন লুকিয়ে রেখেছেন সবার কাছ থেকে , তাই তখন আর উদুযাপন করা যায়নি ! আজকে আসলে ওনার ব্লগীয় জন্মদিন !! ৭ বছর আগে এই দিনে ব্লগার আমিনুর রহমান এর জন্ম হয়েছিল , আমরা আমরা পেয়েছিলাম বিশেষ একজনকে । তারপর ধীরে ধীরে কালের পরিক্রমায় হয়েছেন গোলাপ ভাই , ইত্যাদি ইত্যাদি ইত্যাদি
৭ বছর আগে আমিনুর রহমান নিকের জন্ম না হলে হয়তো অনেক কিছুই হতোনা , আমাদের সাভার ছুটে যাওয়া হতোনা , আমাদের শীতার্ত মানুষের পাশে দাড়ানোর চেষ্টা ও হয়তো হতোনা ! গুরুত্বপূর্ণ কাজ যেটা হতোইনা সেটা হচ্ছে একজন আরমানের বিয়েটা !
দিনটাকে স্মরণীয় রাখতে আশা করি কোথাও কেউ একজন বিরিয়ানী বর্ষণ করবেন , তবে এই মধ্যরাতে বিরিয়ানী কই পাবেন , আসেন ভার্চুয়ালী আমরা মিষ্টিমুখ করি !
শুধু মিষ্টিমুখ করলে চলবে - গোলাপ ভাইকে এক নজর দেখবেন না ??
![]()
উনি কি শুধু চিরযৌবনের প্রতীক , ফ্যাশন আইকন ও বটে !
![]()
![]()
উনি যে শীর্ষকে প্রভাবিত করছেন তার প্রমাণ এই ছবিঃ
![]()
কোন এক আচমকা ভ্রমণে আমি আর আমিনুর ভাই
![]()
সবশেষে প্রিয় আমিনুর রহমান ভাইয়ের দীর্ঘায়ু , সুস্থতা কামনা করছি ! ওনার নিজের জন্য না হলেও আমাদের জন্য ওনার সুস্থ থাকা খুব জরুরী ! ব্লগার আমিনুর রহমান নিঃসন্দেহে নিজেকে নতুন করে আবিস্কার করেছেন , নিজের জন্মের স্বার্থকতা খুঁজে পেয়েছেন এই নীল পর্দার ছায়ায় ! তাই ওনার কাছে এই দিনটা বিশেষ কিছু না হলেও , আমাদের কাছে অবশ্যই বিশেষ দিন ! আমিনুর ভাইকে সপ্তম বর্ষপূর্তির প্রাণঢালা শুভেচ্ছা !
উৎসর্গঃ আরেকজন নিবেদিত প্রান , অস্থির ধরনের ভালো মানুষ প্রিয় মামুনুর রশিদ ভাইকে !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




