কিছু নষ্ট স্মৃতির উপাখ্যান লিখতে চাইনা
নষ্ট সময়ের নষ্ট মুহুর্তগুলো
ভুলে ভরা আবেগী , ধোঁয়াটে সময়টাকে
মনে করে কেবলই অর্থহীন বেদনার হাসি হাসা ...
একা দাঁতে আঙ্গুল চেপে ধরে
সময়ের স্রোতে স্মৃতিগুলো
ধোঁয়াশায় আচ্ছন্ন ! শিশির সিক্ত ক্ষণগুলিকে আমি যন্ত্রণার আধাঁর ভাবতে নারাজ , তাই কেবলই সুখের খোঁজে ভালো থাকা, নিত্য নতুন প্রত্যাশার জাল বুনা আর ভিলেনের মত আবেগ অস্বীকার করে চলা .
বিঃদ্রঃ ছবিটা বিশেষ একজনের ফেবু তে অজানা কারণে ঘুরতে গিয়ে দেখে ডাইরিতে লিখে ফেলা মাত্র ২ মিনিটে , ভুলে ক্ষমাপ্রার্থী !
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩৭