বাংলাদেশ ৫৬ হাজার বর্গ মাইলের একটি দেশ । এটা লালনের দেশ,পল্লী কবির দেশ,বাউলের দেশ ,জীবননন্দের রূপসী বাংলাদেশ, এটা ঈসা খার বাংলাদেশ, ১৮৫৭ সালে আত্ম উৎসর্গকারী সিপাহীদের বাংলাদেশ,নীল বিদ্রোহে জীবনদান কারীদের বাংলাদেশ ,এটা তিতুমীরের বাংলাদেশ, এটা ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের বাংলাদেশ । এটা ১৯৬৯ এ গন আন্দোলনে শহীদদের বাংলাদেশ ।
এটা ১৯৭১ এ মহান মুক্তিযুদ্ধে শহীদদের বাংলাদেশ ।
অনেক কষ্ট লাগে যখন শুনি একজন বীরশ্রেষ্টের ছেলে কে চায়ের দোকানে কাজ করতে হয়, একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কে সামান্য ভাতার জন্য লাঞ্ছিত হতে হয় ,আর কিছু মুক্তিযোদ্ধা নামধারী ভন্ড এবং রাজাকারদের বড় বড় গলাবাজি এবং দেশের জন্য মায়াকান্না দেখে ।
আমাদের দেশের সর্ব্বোচ্চ পর্যায়ে মিথ্যা কথার চর্চা হয় ভাবতেই খারাপ লাগে । মেধাবীরা এখানে চাকরী পায় না, চাকরী পায় দলীয় ক্যাডার রা। University-এর সবচেয়ে ভাল ছাত্রটি University-এর শিক্ষক হতে পারে না,শিক্ষক হয় ক্ষমতাশালীদের ছেলে/মেয়ে/ছেলের বউ/মেয়ের জামাই রা কিংবা তাদের আত্মীয় রা ।
সৎ হলে চাকরী থাকবে না অথচ ক্ষমতাশালীদের মুখে সততার প্রশংসা কি মজা তাই না । আর ও অনেক ঘটনা আছে যে গুলো শুনলে মুখ দিয়া গালি বের হয় – শালা ।
এর জন্য দায়ী কারা? দায়ী আমরা – কারন যাকে আমরা চোর বলি,৫ বছরের ব্যবধানে সে আমাদের কাছে সাধু পুরুষ । আমরা যাকে সন্ত্রাসী বলি,৫ বছরের ব্যবধানে সে আমাদের কাছে বিশাল জনদরদী নেতা । তার নির্দেশে আমরা জীবন দান করে ফেলি । কিন্তু ৫ বছরের ব্যবধানে চোর শুধু চোর থাকে না সে হয় মহাচোর আর সন্ত্রাসী হয় সন্ত্রাসীদের গডফাদার । কি বোকা আমরা তাই না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




