ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের।
অনেকদিন থেকেই একটি লোক বেকার ছিল। অনেক ঘুরেও সে তার যোগ্যতা ও পছন্দ অনুসারে চাকরি পাচ্ছিল না।
এমন সময় একদিন বিজ্ঞাপন দেখে বেকার লোকটি একটি বড় কোম্পানিতে ‘পিয়ন’ পদে আবেদন করে।
নির্দিষ্ট দিনে নিয়োগকর্তা তার ইন্টারভিউ নিল এবং কিছু ছোটখাট কাজ করতে দিল। লোকটি সাফল্যের সাথেই তা করলো।
‘তোমাকে মনোনীত করা হলো।’ তার কাজে সন্তষ্ট হয়ে নিয়োগকর্তা এ কথা জানিয়ে লোকটিকে ইমেইল এড্রেস দিতে বললো।
নিয়োগকর্তা আরো বললো-ইমেইল এড্রেসে একটি নিয়োগপত্রসহ প্রতিষ্ঠানের শর্তাবলী পাঠানো হবে। চাকরিতে জয়েন এর আগে এগুলো পূরণ করে আনতে হবে।
লোকটি তখন জানালো যে তার ইমেইল এড্রেস নেই এমনকি কম্পিউটারও নেই।
তখন নিয়োগকর্তা বললো: আমি দু:খিত যে, এখানকার নিয়ম অনুযায়ি ইমেইল এড্রেস না থাকলে তুমি এ প্রতিষ্ঠানে চাকরি করতে পারবে না।
লোকটি এ কথা শুনে আশাহত হয়ে বের হয়ে আসলো। সে বুঝতে পারছিল না যে কি করবে। সঙ্গে থাকা টাকাও শেষের পথে। পকেটে আছে মাত্র ১০ ডলার।
এমন সময় তার মাথায় একটি বুদ্ধি আসলো। সে একটি সুপার মার্কেটে গিয়ে ১০ কেজি টমেটো কিনলো। পরে তা নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করা শুরু করলো।
মাত্র দুই ঘণ্টার মধ্যে তার টমেটো বিক্রি শেষ হলো এবং মুলধন দ্বিগুণ হয়ে গেল। লোকটি ওইদিন একইভাবে কয়েকদফা টমেটো বিক্রি করে তার মূলধন ৬০ ডলারে উন্নীত করলো।
লোকটি এতে খুবই আশান্বিত হলো এবং প্রতিদিনই এভাবে টমেটো বিক্রি শুরু করলো। এভাবে প্রতিদিনই তার মূলধন দ্বিগুণ থেকে তিনগুণ হতে থাকলো।
এভাবে ক্রমান্বয়ে খুব অল্প সময়ের মধ্যেই লোকটি একটি ভ্যন...তারপর ট্রাকে করে সবজি সরবরাহ করা শুরু করলো।
পাঁচ বছর পর---
এখন লোকটি মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম খাদ্য সরবরাহকারী। এবার সে তার পরিবারের ভবিষ্যত নিয়ে ভাবলো। জীবন বীমা করার চিন্তা করলো।
লোকটি একজন বীমা দালালের সঙ্গে কথা বললো এবং একটি বীমা পলিসি পছন্দ করলো।
যখন কথাবার্তা শেষ পর্যায়ে তখন বীমা দালাল লোকটির ইমেইল এড্রেস চাইলো।
লোকটি জানালো যে তার কোনো ইমেইল এড্রেস নেই।
বীমা দালাল এতে খুবই অবাক হয়ে বললো—আপনি এ কি বলছেন। এই যুগে ইমেইল এড্রেস ছাড়াই এত বড় ব্যবসা চালাচ্ছেন? আর আপনার আপনার যদি ইমেইল এড্রেস থাকতো তাহলে আপনি আরো কতকিছুই করতেন?
লোকটি কয়েক মুহূর্ত মাত্র ভাবলো এবং ঝটপট বললো—ইমেইল এড্রেস থাকলে আমি এখন পিয়ন থাকতাম।
এখান থেকে শিক্ষণীয়:
. ইন্টারনেটই সব সমাধান নয়.
. যদি আপনার ইন্টারনেট না থাকে এবং আপনি যদি কঠোর পরিশ্রম করেন তবে আপনি হয়তো কোটিপতিও হয়ে যেতে পারেন।
. এই লোকটির একটি বড় দূর্বলতাই তাকে বিরাট সাফল্য এনে দিয়েছে।
ইন্টারনেট থেকে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



