রক্তস্রোতের থেকে ঘৃনা উপড়ে ফেলি,
স্নায়ুতন্ত্রে বুনে দেই ভালবাসার বীজ।
সুন্দর এনে সাজাই চোখের তারায়,
পায়ে হেঁটে পার হই হতাশার আন্দিজ।
মেঘের কাছে হাত পাতি,
ধুয়ে নিই কষ্ট খনিজ;
দরজায় দরজায় ঘুরে
দৃড় হাতে বলি দেই দোটানার দ্বিজ।
জোছনার কাছে যাই, সমুদ্রে যাই একবার
আদ্র বিশ্লেষিত হই,
একাকীত্বের ছেঁড়াখোড়া পালে, সযতনে তুলে দেই স্বপ্ন অপার।
তারপর,
তোমার চোখের অতলে তাকিয়ে বারবার,
বলব, এ অনন্ত নীল শুধুই আমার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




