যদি ভালবাসতে ইচ্ছে করে
তবে আকাশের দিকে তাকিয়ে থাকব,
কালবৈশাখীর প্রথম ঝাপ্টা
আমার চুলের ফাঁক গলে বেরিয়ে যাবে,
আর আমি ভাববো-
"আকাশের মেঘ ভালবেসে বৃষ্টি হয়ে ঝরে"
যদি কথা বলতে ইচ্ছে করে
তবে টনকে টন ক্যাফেইন ঢেলে দেব গলায়,
আমার কন্ঠ হেসে তৃপ্ত হতে চাইলে
গলা চেপে দৌড়ে পালাব,
"মনে আর নাই রে" বলে
আর্তণাদ ছড়াব বাতাসের বেতারে।
ছুঁয়ে দেখতে ইচ্ছে করলে
জুতো খুলে রাজপথে নেমে যাব,
পায়ের নগ্নতায় চিনে নেব
রসিক বৃষ্টি আর ধুলো কাব্যে
নগরীর বিষ।
স্বপ্ন দেখা কোন নেশাগ্রস্থ ভীড়ে দাঁড়িয়ে
মিশে যাব কোন ছুটে চলা জীবন্ত চিৎকারে।
যখন আকাশের মেঘ ভালোবেসে বৃষ্টি হয়ে ঝরে,
ভালবাসি বলে আর্তণাদ ছড়াব বাতাসের বেতারে।
আবেগ জলোচ্ছাস নিয়ে চোখের নোনা-বালি তীরে,
সহস্র কান্না চেপে ফিরে যাব নগরীর নীড়ে।
তবুও তোমার দিকে ভুলেও ফিরে তাকাব না ।
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১২ সকাল ৮:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




